বিচারপতির বাড়ি থেকে উদ্ধার বিপুল টাকা, উৎস কি! মেলেনি সদুত্তর

- আপডেট : ২১ মার্চ ২০২৫, শুক্রবার
- / 39
পুবের কলম, ওয়েবডেস্ক: খোদ বিচারপতির বাড়িতেই উদ্ধার হল টাকার পাহাড়। যদিও বিপুল এই টাকার কোনও হিসেব পাওয়া যায়নি। দিল্লি হাইকোর্টের অভিযুক্ত ওই বিচারপতিকে ইতিমধ্যে বদলির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সূত্রের খবর, গত সপ্তাহে আগুন লাগে হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মার বাড়িতে আগুন লেগেছিল। সেই সময় বিচারপতি নিজের বাড়িতে ছিলেন না। এই আবহে তাঁর পরিবারের সদস্যরা দমকলকে খবর দেন। তারা ঘটনাস্থলে এসে আগুন নেভানোর সময় টাকার পাহাড় দেখতে পায়। দমকল কর্মীরাই খবর দেন পুলিশে। এই ঘটনা প্রকাশ্যে আসার পরই তাঁকে এলাহাবাদে হাইকোর্টে বদলি করার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্টের কলেজিয়াম।
এদিকে কোথা থেকে এল ওই বিপুল নগদ? প্রথমে প্রশ্ন করা হয় পরিবারের সদস্যদের। পরে বিচারপতি বর্মাকেও জিজ্ঞাসাবাদ করা হয়। সূত্রের দাবি, তার কোনও সদুত্তর দিতে পারেননি বিচারপতি বর্মা।