তৃতীয়বার যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার, কিয়েভ, চেরনিহিভ, সুমি, খারকিভ মারিউপোলে মানবিক করিডর

- আপডেট : ৯ মার্চ ২০২২, বুধবার
- / 8
পুবের কলম, ওয়েবডেস্কঃ ফের আরও যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। এর আগে খারকিভ সহ চারটি শহরে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল। এবার কিয়েভ, চেরনিহিভ, সুমি, খারকিভ এবং মারিউপোলে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। এই নিয়ে তৃতীয়বার যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ইউক্রেনীয় শহরগুলোর বেসামরিক নাগরিকদের সরে যেতে মস্কো আরেকটি মানবিক যুদ্ধবিরতি ঘোষণা করেছে। বুধবার স্থানীয় সময় সকাল ১০টা থেকেই আবার কিয়েভ, চেরনিহিভ, সুমি, খারকিভ এবং মারিউপোলের জন্য মানবিক করিডর চালু করা হবে। গতকাল রাতে ইউক্রেনের কর্মকর্তারা এক বিবৃতিতে জানিয়েছেন, তারা উত্তর-পূর্ব ইউক্রেনের সুমি শহর থেকে ৫০০০ মানুষকে সরিয়ে নিতে পেরেছে। এটাই যুদ্ধকবলিত শহরগুলো থেকে প্রথম সফল গণ স্থানান্তরের ঘটনা। রাশিয়া লোকজনের বেরিয়ে যাওয়ার রুটে গোলাবর্ষণ অব্যাহত রাখায় চেরনিহিভের জন্য অনুরূপ প্রচেষ্টা ব্যর্থ হয় বলে ইউক্রেন দাবি জানিয়েছেন।
অন্যদিকে ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার তরফে সামরিক অভিযানের ঘোষণার পরেই শুরু যুদ্ধ।ভারতীয়দের দেশে ফেরানো নিয়ে উদ্বেগ বাড়ছিল ভারতের। কেন্দ্র ও বিদেশ মন্ত্রকের উদ্যোগে শুরু করা হয় ‘অপারেশন গঙ্গা’। ইতিমধ্যেই উদ্ধারকার্য প্রায় অন্তিমপর্যায়। তবে সুমিতে আটকে থাকার পড়ুয়াদের ফেরানো ছিল ভারতের কাছে বড় চ্যালেঞ্জ। মঙ্গলবার কেন্দ্রের তরফে জানানো হল, মানবিক করিডরের মধ্যে দিয়ে রাশিয়া-বেলারুশ সীমান্ত ধরে সুমিতে আটকে থাকা সমস্ত ভারতীয়দের উদ্ধার করে বের করে আনা হয়েছে। চলতি সপ্তাহেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জ়েলেনস্কির সঙ্গে কথা বলেছিলেন ভারতীয়দের সুরক্ষিতভাবে উদ্ধার নিয়ে। এরপরই সুমি থেকে ভারতীয়দের উদ্ধারের কথা জানানো হল।