মুসলিমদের আক্রমণ করলে চুপ থাকব না: আগে জাতি-পরে দল সাফ জানালেন Humayun Kabir

Kibria Ansary
  • শেষ আপডেট: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
মুসলিমদের আক্রমণ করলে চুপ থাকব না: আগে জাতি-পরে দল সাফ জানালেন Humayun Kabir

পুবের কলম, ওয়েবডেস্ক: রাজ্যের বিরোধী দলনেতার ‘চ্যাংদোলা’ মন্তব্য নিয়ে আক্রমণ শানিয়েছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির (Humayun Kabir)। বৃহস্পতিবার ফের শুভেন্দুকে হুঁশিয়ারি দিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। মুসলিম সমাজকে কুৎসিত আক্রমণ করলে তিনি চুপ থাকবেন না বলেও সাফ জানালেন হুমায়ুন (Humayun Kabir)। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল বিধায়ক বলেন, “আমার জাতিকে আক্রমণ করবে আর আমি শুভেন্দুকে ছেড়ে দেব? কোনও মতেই ছাড়ব না। প্রত্যাহার করতে হবে, নইলে মুর্শিদাবাদে যেতে দিন। দেখাব মুর্শিদাবাদে হুমায়ুন কবির স্পটে না থেকেও শুভেন্দু অধিকারীর কী অবস্থা হয়।”

 

এদিন রাজ্যের বিরোধী দলনেতাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ভরতপুরের বিধায়ক (Humayun Kabir)। বলেছেন, ‘আগে একটা বিধায়ককে চ্যাংদোলা করে দেখান। কত হিম্মত দেখব।’ এরপরই দৈত কণ্ঠে হুমায়ুন জানিয়ে দেন,  ‘আমার কাছে আগে আমার জাতি, তারপর দল। আমার জাতিকে আক্রমণ করলে, আমি চুপ থাকব না।’

আরও পড়ুন: ডানকুনির যানজট নিয়ে নবান্নে বৈঠক, কাজ চলবে আরও দু’মাস জানাল রাজ্য

এই সংক্রান্ত আরও খবর
Copyright © 2025 Puber Kalom All rights reserved.
Developed By eTech Builder