‘আমি ট্র্যাপের শিকার’, বহিষ্কারের পর দলকে নিশানা প্রাক্তন সাংসদ বংশগোপালের

- আপডেট : ২৭ এপ্রিল ২০২৫, রবিবার
- / 27
পুবের কলম, ওয়েবডেস্ক: দল থেকে বহিষ্কার হয়ে দলের বিরুদ্ধেই আঙুল তুললেন প্রাক্তন সিপিএম সাংসদ বংশগোপাল চৌধুরী। দলীয় শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুললেন তিনি। ক্ষোভ উগরে দিয়েছেন দলেরই একাংশের বিরুদ্ধে। চক্রান্তকারীদের সঙ্গে তলে তলে বিজেপি সাঁট রয়েছে বলেও দাবি করেছেন তিনি। দলের মহিলা নেত্রীর সঙ্গে অশ্লীল চ্যাট ভাইরাল হতেই প্রাক্তন সাংসদ তথা বাম আমলের মন্ত্রী বংশগোপালকে বহিষ্কার করেছে সিপিআইএম।
আরও পড়ুন: Pahalgam Terror attack: পাক অধিকৃত কাশ্মীর দখলের ডাক তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
ভারচুয়াল যৌন হেনস্তার অভিযোগ ওঠে বংশগোপালের বিরুদ্ধে। ঘটনা প্রকাশ্যে আসার পর রবিবার রানিগঞ্জে নিজের বাড়িতে সংবাদমাধ্যমের মুখোমুখি হন বংশগোপাল চৌধুরী। তিনি বলেন, “আমার বিরুদ্ধে সোশাল মিডিয়ায় লাগাতার কুৎসা করা হল। পার্টির তদন্তে আস্থা রেখেছিলাম। আর আমাকে দল থেকে বহিষ্কারের খবর আমিই জানতে পারলাম না। মধ্যরাতে সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে এটা জানতে হল। তাহলে দলের শৃঙ্খলা কোথায়? আমি যে দল দেখেছিলাম, এখন আর সে দল নেই।” প্রাক্তন সাংসদের বক্তব্য, “আমি ট্র্যাপের শিকার। আমারই দলের লোকজন আমার বিরুদ্ধে ট্র্যাপ করল।”
বংশগোপাল চৌধুরীর দাবি, “তৃণমূল আমাকে হয়তো গালিগালাজ করেছে। কিন্তু আমার বিরুদ্ধে ষড়যন্ত্র, চক্রান্ত করেনি। যতটা চক্রান্ত করছে আমার নিজের দল আমার বিরুদ্ধে। মন্ত্রী অবস্থায়ও একটা অংশ চক্রান্ত করত। যখন সাংসদ ছিলাম তখনও আমার বিরুদ্ধে মহিলাঘটিত ঘটনা সাজানোর চেষ্টা হয়েছিল।” তাঁর আরও অভিযোগ, “কলকাতা থেকে এসে এই জেলায় যারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদের বিজেপির সঙ্গে তলে তলে আঁতাঁত রয়েছে। তারা তোলাবাজ। সিন্ডিকেটের সঙ্গে যুক্ত।” দল থেকে বহিষ্কৃত হয়ে কি অন্য রাজনৈতিক দলে যোগ দেবেন প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরী? সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “সিপিআই, তৃণমূল, নকশাল সবার সঙ্গে আমার ভাল সম্পর্ক রয়েছে। আমি আপাতত সমাজের কাজ করে যাব।”