গাজার বর্বরতাকে ঘৃণা করি, পশ্চিমাদের ‘উন্মাদ’ বললেন ওয়াটার্স

রিপোর্টার:
  • শেষ আপডেট: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

লন্ডন, ১৬ ডিসেম্বর: যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলি বিশ্বজুড়ে নিপীড়িত মানুষের ওপর প্রকাশ্যে নির্যাতন চালাচ্ছে বলে অভিযোগ করলেন ব্রিটিশ রক কিংবদন্তি ও পিঙ্ক ফ্লয়েডের অন্যতম প্রতিষ্ঠাতা রজার ওয়াটার্স। তিনি বলেছেন, পশ্চিমের ‘অপরাধী উন্মাদরা’ এমন একটি ভবিষ্যত আনতে চায়, যেখানে গণহত্যার অনুমতি দেওয়া হবে। পশ্চিমা বিশ্বকে তোপ দেগে ওয়াটার্স বলেছেন, যুক্তরাষ্ট্র এক দশক ধরে সিরিয়ার তেল ‘চুরি’ করে আসছে। পশ্চিমারা শক্তিশালী গুন্ডাদের একটি দল।

Read More: সাংবিধানিক আদালতে বিচারের মুখোমুখি প্রেসিডেন্ট ইউন

‘গোয়িং আন্ডারগ্রাউন্ড’ অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে ৮১ বছর বয়সী এই সঙ্গীতজ্ঞ মধ্যপ্রাচ্যে সহিংসতা বৃদ্ধি নিয়ে আলোচনা করতে গিয়ে ফিলিস্তিনিদের পক্ষে সমর্থন জানিয়েছেন। একইসঙ্গে ইহুদিবাদী ইসরাইল ও তার সমর্থকদের কড়া সমালোচনা করেছেন সঙ্গীতজ্ঞ। তিনি বিশ্বাস করেন, ফিলিস্তিনিদের পক্ষে তার সঙ্গে কোটি কোটি সমমনা সমর্থক রয়েছে। রজার ওয়াটার্স বলেন, ‘আমরা সম্ভবত একটি সাম্রাজ্যের অবসান দেখছি। মুখোশ খুলে পড়েছে। আমরা পশ্চিমারা সারা বিশ্বের নিপীড়িত মানুষের প্রতি অসহনীয় বর্বর আচরণ করছি।’ মধ্যপাচ্য জুড়ে যুদ্ধের দামামা মানব জাতির আত্মার জন্য একটি অস্তিত্বের লড়াই বলে মনে করেন ব্রিটিশ রক কিংবদন্তি। তাঁর কথায়, ‘আমরা জনগণ হিসেবে আমাদের সরকারের বর্বরতাকে ঘৃণা করি।’

এই সংক্রান্ত আরও খবর
Copyright © 2025 Puber Kalom All rights reserved.
Developed By eTech Builder