আমি রাষ্ট্রপতির দায়িত্বে থাকলে যুদ্ধ হত না: ইরান হামলা নিয়ে দাবি ট্রাম্পের

- আপডেট : ১৪ এপ্রিল ২০২৪, রবিবার
- / 10
ওয়াশিংটন, ১৪ এপ্রিল: আশঙ্কা ছিলই। সেই আশঙ্কা সত্যি করেই রবিবার ভোর হতে না হতেই ইসরাইলে হামলা চালায় ইরান। ইসরাইলে একাধিক মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে তেহরান। ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, ভোররাত থেকেই তাদের দেশে শতাধিক মিসাইল নিক্ষেপ করেছে ইরান। ইরানের হামলা নিয়ে যুদ্ধকালীন ক্যাবিনেট বৈঠক তলব করেছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাইজ থেকে গোটা পরিস্থিতির ওপর নজর রেখে চলেছেন।
এদিকে, যুদ্ধ পরিস্থিতির মধ্যেই বিস্ফোরক দাবি করেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘তারা (ইসরায়েল) এই মুহূর্তে আক্রমণের শিকার হয়েছে। কারণ, আমরা (মার্কিন) খুব দুর্বলতা দেখাই। আমি যদি অফিসে (রাষ্ট্রপতির দায়িত্বে) থাকতাম, তাহলে এটা ঘটত না। এটা আপনি জানেন, তারাও জানে, সবাই জানে।’ ট্রাম্প আরও বলেন, আমেরিকা ইসরাইলের জন্য প্রার্থনা করে।