পুবের কলম প্রতিবেদক: ডামাডোলে চলা ভারতীয় ক্রিকেটকে একসূত্রে বেঁধেছিলেন এক বঙ্গসন্তান। সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। আজও তাঁর নেতৃত্বকে সম্মান করেন ক্রিকেট বিশ্বের তামাম অধিনায়করা। সেই সৌরভ (Sourav Ganguly) চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy) ফাইনালের আগেই বলেছিলেন নিউজিল্যান্ড শক্তিশালী দল হলেও ভারত এই চ্যাম্পিয়ন্স ট্রফির পূর্ণ দাবিদার। ভারতের ব্যাটিং ও বোলিং গভীরতা বিশ্লেষণ করে তাঁর মন্তব্যের যৌক্তিকতাও ব্যাখ্যা করেছিলেন ‘প্রিন্স অফ ক্যালক্যাটা’। আর তাঁর মহারাজকীয় মন্তব্যকে সত্যি প্রমাণিত করে চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy) জয় ভারতের। ১২ বছর আগে একটা কমপ্যাক্ট দল নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিলেন মহেন্দ্র সিং ধোনি। তারও আগে শ্রীলঙ্কার সঙ্গে যুগ্মভাবে চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy) জিতেছিলেন তাঁর পূর্বসুরি সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে বৃষ্টি বিঘ্নিত সেই ফাইনাল পুরো আয়োজিতই করা যায়নি। তবুও আইসিসি ট্রফি জয়ের নিরিখে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নামরে পাশে একটা চ্যাম্পিয়ন্স ট্রফি জয় লেখা রয়েছে। কাজেই সৌরভ, ধোনির পাশে চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy) জয়ী ভারতীয় ক্যাপ্টেন হিসেবে নিজের নামটাও যুক্ত করে ফেললেন রোহিত শর্মা।
আরও পড়ুন: ICC Champions Trophy: চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন্স ভারত
বিরাট কোহলির হাত থেকে যখন অধিনায়কের ব্যাটন হাতে তুলে নিয়েছিলেন রোহিত, তখন অনেকেই বিষয়টিকে ভালো চোখে দেখেননি। আর সেই সময় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। দক্ষিণ আফ্রিকা সফরের পরই বিরাট ক্যাপ্টেনসি ছেড়ে দিয়েছিলেন। ব্যাটন গিয়েছিল রোহিত শর্মার হাতেই। নেতৃত্ব দেওয়ার পরই টি-২০ বিশ্বকাপ থেকে তাড়াতাড়ি ফিরে যাওয়া। ঘরের মাঠে ২০২৩ বিশ্বকাপে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হার। ভারতীয় সমর্থকদের একটা বড় অংশ রোহিতের ওপর থেকে আস্থা হারালেও নির্বাচকরা তাঁকে বারবার সুযোগ দিয়েছেন। তারই নেতৃত্বে মাত্র কিছুদিন আগেই টি-২০ বিশ্বকাপ জিতেছে ভারত।
চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) নবম সংস্করণে শুরু থেকেই ভারত ছিল তুরীয় মেজাজে। ফাইনালের আগে ক্যাপ্টেন হিসেবে রোহিত শর্মা খুব একটা সফল হতে পারেননি। কিন্তু ভারত ফাইনালে উঠেছে দলগত পারফরম্যান্সের ভিত্তিতে। ফাইনালে অবশ্য হিটম্যান ছিলেন নিজের মেজাজে। তাঁর দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে ভারত নিউজিল্যান্ডের সামনে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে। তিনি ফিরে গেলেও শ্রেয়স ও অক্ষর ধীরে ধীরে ভারতকে জয়ের পথে নিয়ে গিয়েছেন। একটা সময় মনে হয়েছিল, হয়ত ম্যাচটা ভারতের হাত থেকে বেরিয়ে গিয়েছে। কিন্তু রাহুল ও অক্ষর ক্যাপ্টেন রোহিতকে ভরসা জুগিয়েছেন। শেষ পর্যন্ত নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে ভারতীয় ক্যাপ্টেন হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy) জয়ের নিরিখে সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly), মহেন্দ্র সিং ধোনির সঙ্গে এক আসনে বসে পড়লেন রোহিত শর্মা। তবে একটি ক্ষেত্রে তিনি অনেক ক্যাপ্টেনকে ছাপিয়ে ধোনিকে স্পর্শ করে ফেলেছেন। তা হল একাধারে টি-২০ বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy) জয়ী ক্যাপ্টেন হিসেবে ধোনির পাশে নিজেকে যুক্ত করলেন রোহিত।
আরও পড়ুন: ২০৩০ বিশ্বকাপ ৬৪ দলের