পুবের কলম প্রতিবেদক: ফাইনালে তিনি রান পেলেন না। কিন্তু তাতে কিছু এসে যায় না। দল তো জিতে নিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy)। নিউজিল্যান্ডকে হারিয়ে যেভাবে চ্যাম্পিয়ন্স ট্রফি জয় পেল ভারত তাতে হার্দিক পান্ডিয়া, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুলদের দারুণ প্রশংসা করে বিরাট কোহলি জানালেন, ‘একটা তরুণ ব্রিগেডের ওপর ভর করে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy) জিতলাম। এটা একটা দারুণ ব্যাপার।’ নিজের লম্বা সফরের কথা বলতে গিয়ে বিরাট জানালেন, ‘এতদিন ধরে এই টিমটাতে থেকে তরুণ ব্রিগেডের মধ্যে নিজের অভিজ্ঞতা শেয়ার করে দেওয়ার চেষ্টা করেছি।’ পাশাপাশি বিরাট জানালেন, ‘একটা সঠিক অবস্থানে থেকে ম্যাচটা শেষ করতে চেয়েছিলাম। সেটাই হয়েছে।’ একইসঙ্গে বিরাটের বক্তব্য, ‘৮-১০ বছর ধরে আমরা একটা শক্তিশালী দল হিসেবে নিজেদের তৈরি করেছি। এই দলে হার্দিক, রাহুল, শ্রেয়সরা দুর্দান্ত পারফরম্যান্স দিয়েছে।’
নিউজিল্যান্ডের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) ম্যাচ যে মোটেও সহজ কাজ ছিল না, তা বোঝাতে গিয়ে বিরাট জানালেন, ‘ওদের ফিল্ডিং দুর্দান্ত। বিশ্বমাপের ফিল্ডিংয়ের বিরুদ্ধে রান করা মোটেও সহজ কাজ ছিল না। সেখানে আমাদের ছেলেরা অনায়াসে খেলে গেল। এটাই আমাদের বড় প্রাপ্তি।’ তবে পুরো জয়ের কৃতিত্ব বিরাট দিয়ে গেলেন দলের তরুণ ব্রিগেডের ওপর। বলে গেলেন, ‘তরুণ ব্রিগেডের ওপর ভরসা করেই ভারত এখন গোটা বিশ্বে শক্তিশালী একটা দল হিসেবে আগামি দিনেও থাকবে।’
আরও পড়ুন: ICC Champions Trophy: চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন্স ভারত