বরফে ঢাকা শহর, বন্ধ ইস্তান্বুল বিমানবন্দর
- আপডেট : ২৫ জানুয়ারী ২০২২, মঙ্গলবার
- / 5
পুবের কলম ওয়েবডেস্কঃ তুষারপাতের কারণে তুরস্কের ইস্তান্বুল আন্তর্জাতিক ( Istanbul Airport)বিমানবন্দরের সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে দেশের অন্যান্য স্থানেও পরিবহন ব্যবস্থা বিপর্যস্ত। বিগত সপ্তাহের শেষে তুরস্কের বিভিন্ন স্থানে ভারি তুষারপাত হয়েছে। উদ্ভুত পরিস্থিতিতে দেশের কিছু অংশে স্কুল বন্ধ রাখার ঘোষণা করে কর্তৃপক্ষ। দুর্যোগ ও জরুরি বিভাগ জানিয়েছে– প্রতিকূল আবহাওয়ার কারণে হাজার হাজার মানুষ বিভিন্ন এলাকায় আটকে পড়েছে।
ইস্তান্বুল বিমানবন্দর (Istanbul Airport)এবং শহরের দ্বিতীয় এয়ারপোর্ট সাবিহা গোকেনে অর্ধশতাধিক ফ্লাইট বাতিলের ঘোষণা করেছে তুর্কি এয়ারলাইন্স। পেগাসাস এয়ারলাইন্স জানিয়েছে– তারা সাবিহা গোকেনের প্রায় অর্ধশত ফ্লাইট বাতিল করেছে। এদিকে ইস্তান্বুল থেকে রাজধানী আঙ্কারার সঙ্গে সংযোগ স্থাপনকারী দুইটি মহাসড়ক কয়েক ঘণ্টা বন্ধ থাকার পর সোমবার আবার খুলে দেওয়া হয়েছে। আরও কয়েকটি এলাকার রাস্তা থেকে তুষার সরিয়ে যান চলাচলের উপযোগী করা হয়েছে।