BREAKING:
রাজ্যসভায় পেশ ওয়াকফ বিল সংক্রান্ত জেপিসি রিপোর্ট টানেল ধ্বস: উদ্ধারকাজে ব্যর্থ এনডিআরএফ, তেলেঙ্গানার সুড়ঙ্গে এখনও আটকে ৮ শ্রমিক শহরে দুষ্কৃতীদের দৌরাত্ম্য অব্যাহত, ঢাকুরিয়ার প্রকাশ্য রাস্তায় মহিলার গলা থেকে হার ছিনতাই ভুয়ো ভোটারে কড়া রাজ্য, ভোটার তালিকা সংশোধনে বাড়তি নজরদারির নির্দেশ নবান্নের শৈশব থেকেই শেখানো হবে আরবি ভাষা মেঘালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মাহবুবুল হককে গ্রেফতার করল হিমন্তের পুলিশ ভারত-পাক চ্যাম্পিয়েন্স ট্রফির ‘LIVE’ খবর ‘শাট আপ মোদি’তে মুখরিত হবে সংসদ, নয়া স্লোগান তোলার ডাক রাজার ভারত-পাক মহারণ: মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাক মহারণ: সেমিতে ওঠার লড়াই রোহিতদের , টিকে থাকার লড়াই রিজওয়ানদের টস হারলেন রোহিত, চ্যাম্পিয়ন্স ট্রফিতে বল করবে ভারত

মসজিদে নববীতে কিছু হারিয়ে গেলে যেখানে খুঁজবেন

রিপোর্টার:
  • শেষ আপডেট: রবিবার, ৩ নভেম্বর, ২০২৪

পুবের কলম, ওয়েবডেস্ক:  পবিত্র মসজিদে নববী বিশ্বের মুসলিমদের কাছে অত্যন্ত গুরুত্বের। গোটা বিশ্ব থেকে মানুষ এ মসজিদে আসেন। কারণ এখানে শুয়ে আছেন, শেষ নবী মুহাম্মদ সা.। এ মসজিদে আগত মুসল্লিরা অনেক সময় অনেক কিছু বেখেয়ালে নানা জায়গায় রেখে যান। হারিয়ে ফেলেন, সেগুলো সহজে খুঁজে পেতে উদ্যোগ নিয়েছে মসজিদ কর্তৃপক্ষ।

 

মদিনায় মসজিদে নববীতে নামায আদায় করতে আসা হাজার হাজার মুসল্লি প্রতিদিন নবীজির সা. কবর জিয়ারত করেন। এরই মাঝে কেউ কোনও মূল্যবান বা ছোটখাটো জিনিস হারিয়ে ফেললে তা উদ্ধারে রয়েছে মসজিদের বিশেষ সেবা। মসজিদে নববীতে হারানো জিনিসপত্র ফিরে পেতে অতিথিরা সরাসরি ‘লস্ট অ্যান্ড ফাউন্ড অফিসে’ রিপোর্ট করতে পারেন।

READ:ইস্তফা না দিলে বাবা সিদ্দিকির মতোই হাল হবে: খুনের হুমকি যোগীকে

 

মসজিদের (MOSQUE) দক্ষিণ প্রাঙ্গণে ৩৬৬ ও ৩৬৭ নম্বর গেটের কাছাকাছি অবস্থিত এ অফিসে কাজ করছেন বিশেষভাবে নিয়োজিত কর্মীরা। অফিসে কোনও কিছু হারিয়ে গেলে কর্মীরা হারানো সামগ্রীর বিবরণ সংগ্রহ করেন, তাদের কাছে যা পাওয়া গেছে তা মিলিয়ে দেখেন, মিলে গেলে তা ফেরত দিতে সহায়তা করেন।

 

মসজিদে নববী প্রতিদিন অসংখ্য মুসলিমের প্রাণের গন্তব্য।

 

নামায আদায় করতে ও নবীজির সা. কবর যিয়ারত করতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত প্রায় ৫ লক্ষাধিক মুসল্লি প্রতিদিন এখানে সমবেত হন। যাত্রা ও ইবাদতের একাগ্রতায় যেন কোনও বিঘ্ন না ঘটে, সেই লক্ষ্যে ‘লস্ট অ্যান্ড ফাউন্ড অফিস’টি মুসল্লিদের সেবায় কাজ করছে।

 

মসজিদে নববীর বর্তমান আয়তন প্রায় ১০০,০০০ বর্গমিটার।

 

সম্প্রসারণের পর এটি প্রায় ৪ লক্ষ মানুষের ধারণক্ষমতা অর্জন করেছে। মসজিদে নববীর মোট ৪১টি দরজা আছে। যার মাধ্যমে মুসল্লিরা সহজেই মসজিদে প্রবেশ ও প্রস্থান করতে পারেন। এসব দরজার প্রতিটি ভিন্ন ভিন্ন নাম ও গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। প্রবেশদ্বারগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল বাবুল সালাম, বাবুল ফতহ, বাবুল বাকী-সহ আরও অন্যান্য দরজা। প্রতিদিন মসজিদে নববীতে এত বড় সংখ্যক মুসল্লির উপস্থিতি ও তাদের সুবিধার জন্য বিশাল পরিসরে অত্যাধুনিক অনেক সেবামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এই সংক্রান্ত আরও খবর
Copyright © 2025 Puber Kalom All rights reserved.
Developed By eTech Builder