অধিক সন্তানের জন্ম দিলেই বাড়বে বেতন! আজব নিদান এই রাজ্যের
ইমামা খাতুন
- আপডেট :
২৪ ফেব্রুয়ারী ২০২৩, শুক্রবার
- / 7
পুবের কলম ওয়েবডেস্ক: এক বা দুইয়ের বেশি সন্তানের জন্ম দিলে মহিলা সরকারি কর্মীরা পাবেন বিশেষ সুবিধা। নিদান সিকিম সরকার প্রেম সিং তামাঙের। একদিকে জনবিস্ফোরণে জেরবার দেশের একাধিক রাজ্য। অন্যদিকে একের বেশি সন্তানের জন্ম দিলে আর্থিক পুরস্কারের ঘোষণা রাজ্যটির সরকারের। শুধু সরকারি কর্মী নয়, যে সব রাজ্যবাসীর একের বেশি সন্তান হবে, তাঁদেরও বিশেষ আর্থিক সুবিধা দেওয়া হবে।
উল্লেখ্য, দেশের রাজ্যগুলির মধ্যে সব থেকে কম জনসংখ্যা সিকিমে। পাহাড়ি এই রাজ্যে জনসংখ্যা বৃদ্ধির জন্য তৎপর হয়ে উঠেছে সরকার। একটির বেশি সন্তান নিলে পাওয়া যাবে বাড়তি বেতন আর বাড়িতে সন্তানপালনের জন্য সহায়তাকারী কাউকে রাখলে তাঁর বেতনও দেবে রাজ্য সরকারই।
মুখ্যমন্ত্রীর আরও ঘোষণা, সরকারি কর্মীদের মাতৃত্বকালীন ছুটিও বাড়ানো হবে। নতুন এই ঘোষণা অনুযায়ী, সিকিমের সরকারি কর্মীরা এবার থেকে ৩৬৫ দিন মাতৃত্বকালীন ছুটি পাবেন। পুরুষ সরকারি কর্মীরা ৩০ দিনের পিতৃত্বকালীন ছুটি পাবেন।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী তামাঙ উদ্বেগ প্রকাশ করে জানিয়েছিলেন, সিকিমে প্রজনন হার কমছে। সম্প্রতি কয়েক বছরে সিকিমে মহিলা পিছু একটি সন্তান জন্মেছে। সে কথা মাথায় রেখেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে ফার্টিলিটি রেট বাড়াতে জোর দিতে হবে। এ কারণেই অধিক সন্তানের জন্ম দিলে আর্থিক পুরস্কারের কথা ঘোষণা করা হয়েছে।
সিকিমের মুখ্যমন্ত্রী এও জানান এই ঘোষণার আগে ইতিমধ্যেই যাঁরা একাধিক সন্তানের জন্ম দিয়েছেন, তাঁরাও এই আর্থিক সুবিধা পাবেন। সিকিমের হাসপাতালগুলিতে আইভিএফ পরিষেবা আরও বাড়ানোর জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এক সন্তানের মা হলে কোনওভাবেই এই আর্থিক সুবিধা পাওয়া যাবে না। তবে যাঁরা আইভিএফ পরিষেবা নিচ্ছেন, তাঁরা ৩ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সুবিধা পাবেন।