তৃণমূল করতে গেলে ঠিকাদারের পোশাক ছাড়তে হবে, হলদিয়া শিল্পতালুক থেকে দলকে কড়াবার্তা অভিষেকের

- আপডেট : ২৮ মে ২০২২, শনিবার
- / 8
পুবের কলম, ওয়েবডেস্ক: নাম করেই একের পর এক কটাক্ষে শুভেন্দু অধিকারীকে বিঁধলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার শুভেন্দুকে আক্রমণ শানিয়ে অভিষেক বলেন, ইডি, সিবিআইয়ের হাত থেকে বাঁচাতে নিজেকে দিল্লির কাছে বিক্রি করেছেন। পদ লেহন করে বাঁচার চেষ্টা। মেদিনীপুরকে দিল্লির কাছে বিক্রি করছে। নিজেকে জেলার সর্বসেরা ভাবছে।
এদিন অভিষেক বলেন, বাংলায় হেরে এখন দিল্লিতে লোক পাঠাচ্ছে। আমরা দরজা খুললে পুরো দলটাই উঠে যাবে।
অভিষেক এদিন দলের প্রতি কঠোরভাবে বলেন, কোনও দাদার অনুগামী হয়ে কাজ করা চলবে না। যে কাজ বেআইনি হয়েছে, তার অডিট হবে। হয় ঠিকাদারি করুন, না হয় তৃণমূল করুন। যারা প্রথম থেকে তৃণমূল করেছেন, তারার ভোটের প্রার্থী হতে পারবেন। ঠিকাদাররা ভোটের প্রার্থী হতে পারবেন না। অন্য দল থেকে যারা এসেছেন তারা আর ছড়ি ঘোরাতে পারবেন না।
অভিষেক রীতিমতো হুংকারের সুরে বলেন, ১০০ দিন সময় দিন, একটাও ঠিকাদার থাকবে না। তৃণমূল করতে গেলে ঠিকাদারের পোশাক ছাড়তে হবে। সংগঠনের নেতাদের রাস্তায় নামার নির্দেশ দেন অভিষেক।
অভিষেক তোপ দেগে বলেন, কিছু হলেই সিবিআই দেখাচ্ছে। সম্পূর্ণ যোগসাজশে কাজ হচ্ছে। আমাকে দুবার দিল্লিতে ডেকেছিল। দুবার আমার মাথা নীচু হয়েছে। বিচার ব্যবস্থাও এক শতাংশ এমন আছে, তল্পিবাহকের কাজ করছে।
অভিষেক মঞ্চ থেকে দলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে বলেন, অনুগামী হয়ে কারা দলের বারোটা বাজাচ্ছে জানি। আমি সব জানি। আমার কাছে ক্ষোভ- বিক্ষোভের সব কথা শুনেছি। আপনাদের সব কথা আমাকে বলবেন, এটাই হল আত্মিক যোগাযোগ।
হলদিয়া শিল্প তালুকে শ্রমিক স্বার্থ সুরক্ষিত করতে কড়া তৃণমূল কংগ্রেস। ঠিকাদারদের দৌরাত্ম্য বন্ধ করতে প্রশাসনের পাশাপাশি কড়া হচ্ছে দল। আর সেটা বুঝিয়ে দলের বিরুদ্ধে কড়া মনোভাব দেখান অভিষেক।
এদিন অভিষেক বলেন, অনেক জায়গাতেই এখনও ১২ ঘন্টার কাজ করিয়ে ৮ ঘন্টার বেতন হয়। নেই পিএফ, ইএসআইয়ের সুবিধা। শ্রমিকদের দাবি নিয়ে পথে নামার বার্তা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের।