ভিনরাজ্যের ছাত্রমৃত্যু ঘিরে চাঞ্চল্য
খড়গপুরে IIT পড়ুয়ার রহস্যমৃত্যু, উদ্ধার ঝুলন্ত দেহ

- আপডেট : ২১ এপ্রিল ২০২৫, সোমবার
- / 38
খড়গপুরে IIT পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার
পুবের কলম,ওয়েবডেস্ক: ব্যবধান মাত্র ৩ মাসের! ফের খড়গপুর IIT থেকে উদ্ধার এক পড়ুয়ার ঝুলন্ত দেহ। নাম, অনিকেত ওয়ালকার (২২)। জগদীশচন্দ্র বসু হলে থাকতেন তিনি। এদিন উক্ত হলের সি-২১৪ রুম থেকেই তাঁর দেহ উদ্ধার হয়েছে। মহারাষ্ট্রের গোন্ডিয়া জেলার বাসিন্দা ছিলেন অনিকেত। বর্তমানে খড়গপুর IIT-র সমুদ্রবিদ্যা ও মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।
পুলিশ সূত্রে খবর, রবিবার হোস্টেলে নিজের ঘরে ছিলেন ওই ছাত্র। সহপাঠীরা ডাকাডাকি করলেও সাড়া মেলেনি। সন্দেহ হতেই নিরাপত্তারক্ষীদের খবর দেওয়া হয়। তারপরই অনিকেতের খুলন্ত দেহ উদ্ধার হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন খড়গপুর টাউন থানার হিজলি ফাঁড়ির পুলিশ। ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে মৃত ছাত্রের বাড়িতে। পরিবারের সদস্যদের উপস্থিতিতে দেহ হস্তান্তর করা হবে বলে জানিয়েছে তারা।
♦ ডোমজুড়ে ওএনজিসি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে এলাকা
এদিন পুলিশি জিজ্ঞাসাবাদে সহপাঠীরা জানিয়েছেন, ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ বর্ষে পড়াশোনার বেশ চাপ ছিল। তা নিয়ে বেজায় চাপে ছিলেন অনিকেত। সেই চাপ সহ্য করতে না পেরেই কি আত্মঘাতী হওয়ার সিদ্ধান্ত ? নাকি এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এখনই এ বিষয়ে মুখ খুলতে নারাজ তদন্তকারীরা। অনিকেতের অস্বাভাবিক মৃত্যু নিয়ে এখনও কোনও বিবৃতি দেয়নি আইআইটি কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারি মাসেই সংশ্লিষ্ট ক্যাম্পাস হোস্টেল থেকে এক পড়ুয়ার দেহ উদ্ধার হয়। গত ১২ জানুয়ারি উদ্ধার হয় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-র তৃতীয় বর্ষের ছাত্র সাওন মালিকের দেহ। একইভাবে ২০২২ সালের ১৪ অক্টোবর অসমের তিনসুকিয়ার বাসিন্দা, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-র তৃতীয় বর্ষের ছাত্র ফয়জান আহমেদের দেহ উদ্ধার হয়। তাঁর মৃত্যু নিয়ে চাপানউতোরও চলে।
♦ মেয়র নির্বাচনে দাঁড়াচ্ছে না আপ, দিল্লিতে এবার ট্রিপল ইঞ্জিন সরকার
গত বছর দেবিকা পিল্লাই নামে এক ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। কেরলের চিপ্পড় থানা এলাকার বাসিন্দা দেবিকা-ও পড়ার চাপের কারণে মানসিক অবসাদে ভুগে আত্মঘাতী হন বলে জানা গিয়েছিল। এই ভাবে একের পর এক মেধাবী পড়ুয়ার মৃত্যুতে কার্যত উদ্বেগ প্রকাশ করছে বিশেষজ্ঞ মহল।