পুবের কলম ওয়েবডেস্ক: আশ্রয়প্রত্যাশীদের বিষয়ে কঠিন পদক্ষেপ নিয়েছে জার্মানি। অনিয়মিত ও অবৈধ অভিবাসীদের ঠেকাতে বিশেষ প্রস্তাব পাস করেছে দেশটির পার্লামেন্ট। সীমান্ত থেকে আশ্রয়প্রত্যাশীদের ফেরত পাঠানো, দেশে থাকা অবৈধ অভিবাসীদের প্রয়োজনে কারাগারে রাখা-সহ বিভিন্ন বিষয় আছে এতে। দেশটির পার্লামেন্টে কাগজপত্রহীন, অনিয়মিত এবং নানা অপরাধে অভিযুক্ত অভিবাসী বিষয়ক প্রস্তাবে সম্মতি জানায় কট্টর ডানপন্থী রাজনৈতিক দল অল্টারনেটিভ ফর ডয়েচলান্ড বা এএফডি। প্রস্তাবের গুরুত্বপূর্ণ বিষয়গুলো হচ্ছে, আশ্রয়প্রত্যাশীদের জার্মান সীমান্ত থেকে ফেরত পাঠানো, দেশে থাকা অভিবাসনপ্রত্যাশীদের প্রয়োজনে জেলে রাখা, জার্মানিতে রাজনৈতিক কিংবা মানবিক আশ্রয় পেয়েছেন এমন অভিবাসীর পরিবারের সদস্যদের দেশটিতে প্রবেশে কড়াকড়ি আরোপের মতো নানা বিষয়। যদিও এই প্রস্তাব পাস হওয়াকে জার্মান পার্লামেন্টের ইতিহাসের ‘কালো অধ্যায়’ হিসেবে আখ্যা দিয়েছে ক্ষমতাসীন রাজনৈতিক দল।
সম্প্রতি জার্মানিতে নানা কারণে আশ্রয় নিয়ে বসবাসরত অনেকে বিভিন্ন অপরাধে জড়াচ্ছেন। এই প্রস্তাব পাস আগাম নির্বাচনে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী প্রচারণা হিসেবে কাজ করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।