অবৈধ পার্কিংয়ে কড়া পুরসভা, ফোনেই জরিমানার মেসেজ পাঠাবে কেএমসি

- আপডেট : ৮ ডিসেম্বর ২০২৩, শুক্রবার
- / 9
পুবের কলম প্রতিবেদক: কলকাতার রাস্তায় রাতের বেলায় অবৈধ পার্কিং রুখতে এবার কড়া ব্যবস্থা নিতে চলেছে পুরসভা। পুরসভার পার্কিং ও তথ্যপ্রযুক্তি বিভাগ সূত্রে জানা গিয়েছে, কোন রাস্তায় পার্কিংয়ের অনুমতি রয়েছে এবং কোথায় পার্কিং করা অবৈধ তার তালিকা পুরসভার কর্মী ও আধিকারিকদের কাছে রয়েছে। অভিযানের সময় সেই তালিকা সঙ্গেই রাখবেন আধিকারিকেরা। কোথাও অবৈধ পার্কিং নজরে পড়লেই রেজিস্ট্রেশন নম্বর দেখে গাড়ির মালিককে পাঠানো হবে জরিমানার মেসেজ। চলতি মাস থেকেই এই প্রক্রিয়া চালু করতে উদ্যোগ নিয়েছে পুরসভা।
কলকাতার রাস্তায় শুধু রাতের বেলায় নয় দিনের বেলাতেও বেড়েছে অবৈধ পার্কিংয়ের সংখ্যা। দিনের বেলা বেআইনি পার্কিং চোখে পড়লে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় পুলিশ। তবে, রাতের শহরে অবৈধ পার্কিং রোখার দায়িত্ব পুরসভার। সাধারণত, অবৈধ কোনও পার্কিং দেখলে গাড়ির চাকায় কাঁটা লাগিয়ে দেওয়া হয়। কোনও কোনও ক্ষেত্রে গাড়ি তুলে নিয়েও যাওয়া হয়। যদিও, এই পদ্ধতিতে অনেক জটিলতা রয়েছে। তাই, এবার অত্যাধুনিক প্রযুক্তিকেই হাতিয়ার করতে চলেছে পুরসভা।
সূত্রের খবর, কলকাতা পুরসভার কর্মী ও আধিকারিকদের ব্যবহারের জন্য ‘কেএমসি এমপ্লয়িজ’ নামে একটি অ্যাপ রয়েছে। পুরসভার কর্মী আধিকারিকরা কবে কোথায় যাচ্ছেন এবং কী কাজ করছেন তার যাবতীয় তথ্য ও ছবি ওই অ্যাপে তুলে ধরতে হয়। সেই অ্যাপেই যোগ করা হচ্ছে অতিরিক্ত একটি ফিচার। এই প্রসঙ্গে কলকাতা পুরসভার পার্কিং দফতরের মেয়র পারিষদ দেবাশিস কুমার জানান, “ট্রাফিক আইন লঙ্ঘন করলে বা সিগন্যাল ভাঙলে যেভাবে পুলিশের তরফে জরিমানার মেসেজ পাঠানো হয়, আমরাও সেভাবেই এই পদ্ধতি চালু করছি। রাতে কোনও বেআইনি পার্কিং হলে সংশ্লিষ্ট গাড়ি মালিকের কাছে জরিমানার মেসেজ পৌঁছে যাবে।” একইসঙ্গে কলকাতা পুরসভার তথ্য প্রযুক্তি বিভাগের মেয়র পারিষদ সন্দীপন সাহা জানান, “গোটা ব্যবস্থাটাই তথ্য প্রযুক্তির উপর নির্ভরশীল। অ্যাপের মাধ্যমে পরিচালিত হবে। কোথাও কোনও অবৈধ পার্কিং হলে গাড়ির নম্বর থেকে মালিকের যাবতীয় তথ্য পাওয়া যাবে এবং ফোনে জরিমানার মেসেজ চলে যাবে। রাজ্য সরকারের মোটর ভেহিকলস সার্ভারের সঙ্গে আমাদের এই অ্যাপ লিঙ্ক করা থাকবে।”
প্রসঙ্গত, গত শনিবার এক সাংবাদিক বৈঠকে কলকাতার মেয়র এবং রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছিলেন, তিনি নিজেও এধরণের যত্রতত্র পার্কিংয়ের জেরে বিপর্যস্ত। এই বিষয়ে পুলিশের সঙ্গেও কথা বলেছেন তিনি। এরপরেই এবিষয়ে তৎপর হয় পুরসভা। ইতিমধ্যেই ডিসেম্বরের প্রথম দিক থেকে রাতের শহরে অবৈধ পার্কিং রুখতে পুলিশের সঙ্গে যৌথভাবে অভিযান শুরু করেছে কলকাতা পুরসভা। রাতের কলকাতায় গাড়ি পার্কিং নিয়ে নাগরিকদের আগেও সতর্ক করা হয়েছিল কলকাতা পুরসভার তরফে। বিভিন্ন এলাকায় পোস্টারও দেওয়া হয়েছিল। সামান্য খরচের বিনিময়ে কলকাতা পুরসভার পার্কিং বিভাগ থেকে মাসিক বা বার্ষিক অনুমতি নেওয়ার জন্য নাগরিকদের কাছে আবেদন করা হয়। অনুমতি না থাকলে ন্যূনতম এক হাজার টাকা জরিমানা তো হবেই, প্রয়োজনে গাড়ি তুলে নিয়ে যাওয়া হবে বলেও জানানো হয়। তবে লোকবলের অভাবে সেসময় এই অভিযান সফল করতে পারেনি পুরসভা।