বেআইনি পার্কিং রুখতে এবার নতুন অ্যাপ চালু করল কলকাতা পুরসভা

- আপডেট : ৯ ডিসেম্বর ২০২৩, শনিবার
- / 11
পুবের কলম প্রতিবেদক: কলকাতায় অনেক রাস্তায়ই অবৈধ পার্কিং একটা বড় সমস্যা। যার ফলে সমস্যায় পড়তে স্থানীয় বাসিন্দা এবং নিত্য যাত্রীদের। তাই এবার বেআইনি পার্কিংয়ের সমস্যা সমাধান করতে নতুন অ্যাপ চালু করল কলকাতা পুরসভা। শনিবার, কলকাতা পুরসভায় একটি সাংবাদিক বৈঠকে এই অ্যাপ চালু করার কথা জানান কলকাতার মেয়র এবং রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।
এই প্রসঙ্গে শনিবার মেয়র বলেন, “পার্কিং নিয়ে প্রচুর অভিযোগ রয়েছে। তাই আমরা একটা অ্যাপ লঞ্চ করছি আজকে। বেআইনি পার্কিং রোখার মত আমাদের কাছে এত লোকবল নেই। তবে, এবার থেকে গাড়ির রেজিস্ট্রেশন নম্বর তুলে অ্যাপে আপলোড করে দেওয়া হলে, তা চলে যাবে পরিবহণ দপ্তরের কাছে। একইসঙ্গে, চলে যাবে কলকাতা পুলিশের কাছে। পাঠিয়ে দেওয়া হবে বেআইনি পার্কিংয়ের জন্য জরিমানার মেসেজ। জরিমানা জমা করার জন্য এবং গাড়ি সরিয়ে নেওয়ার জন্য সাত দিনের সময় দেওয়া হবে।”
মেয়র আরও জানিয়েছেন, সাত দিনের মধ্যে বেআইনি পার্কিংয়ের জরিমানা জমা দিতে হবে সংশ্লিষ্ট গাড়ির মালিককে। যদি গাড়ির মালিক জরিমানার অর্থ জমা না দেন, তা হলে ওই গাড়ির জরিমানার পরিমাণ বৃদ্ধি পাবে। এক বছরের মধ্যে ওই জরিমানার অর্থ জমা না পড়লে, বছরের শেষে গাড়ির ছাড়পত্র পাওয়ার ক্ষেত্রেও প্রতিবন্ধকতা তৈরি হবে। একইসঙ্গে, তিনি বলেন এই ফাইন নেবে পুরসভা। পুরসভার আগের হারেই নেওয়া হবে এই জরিমানা। অর্থাৎ, বেআইনি পার্কিং করলে দিতে হবে এক হাজার টাকা। পাশাপাশি, মেয়র জানিয়ে দেন আর কাঁটাতার লাগানো হবে না। সরাসরি পাঠানো হবে জরিমানার মেসেজ। ফাইন জমাও দিতে হবে অনলাইনে। ফিরহাদ আরও বলেন, এধরণের বেআইনি পার্কিংয়ের জন্য পুরসভার রক্ষণাবেক্ষণের কাজও বাধাপ্রাপ্ত হচ্ছে। ময়লা জমে যাচ্ছে। পরিষ্কার করা যাচ্ছে না।