‘আমি ফার্স্ট ক্লাস, চাকরি দেবেন’? গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে আবেদন হায়দরের

- আপডেট : ২৭ নভেম্বর ২০২১, শনিবার
- / 8
পুবের কলম, ওয়েবডেস্কঃ এক হাতে ডিগ্রি, মনে আত্মবিশ্বাস। সেই সঙ্গে জীবনে কিছু করে দেখাবার ইচ্ছে। একটা কটি জিনিসই ছিল মিডলসেক্স বিশ্ববিদ্যালয়ের ছাত্র, পাক বংশোদ্ভূত হায়দর মালিক-এর ঝুলিতে। কিন্তু করোনা অতিমারির কারণে বিশ্ব যেন পিছিয়ে গেছে কয়েক বছর। ফলে মন্দা চাকরির বাজার। তার ভুক্তভোগী যুব সমাজ। শামিল হায়দরের মতো বহু মানুষ।
কিন্তু জীবন তো থেমে থাকার নয়। সে তার আপন গতিতে এগিয়ে যাবে। তাই ভালো একটা চাকরির দরকার ছিল হায়দর মালিকের। এত ভালো ডিগ্রি থাকা সত্ত্বেও মিলছিল না কাজ। কিন্তু হাল ছাড়েননি হায়দর।
গত ২ নভেম্বর লন্ডনের অর্থনৈতিক প্রাণকেন্দ্র ক্যানারি হোয়ার্ফের টিউব স্টেশনের বাইরে ব্যাঙ্কিং ও ফিনান্সের ফার্স্ট ক্লাস ডিগ্রি হাতে নিয়ে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে নিয়ে দাঁড়িয়ে পড়েন তিনি। সেই প্ল্যাকার্ডে সাঁটালেন বায়োডেটার কিউআর কোড। প্ল্যাকার্ডে লেখা ছিল ‘প্রথম শ্রেণির ডিগ্রি আছে আমার, চাকরি দেবেন’। প্রথমে কিছু ইতস্তত বোধ ছিল হায়দরের মনে। কিন্তু হায়দর বুঝতে পারেন, জীবন যুদ্ধে তাঁকে এগিয়ে যেতেই হবে।
প্রথম দিকে সেভাবে সাড়া না পড়লেও মাত্র ১৪ দিনের মাথায় চাকরি পান হায়দর। পথচলতি মানুষের সঙ্গে কথা বলতে শুরু করেন। এই সময়ে অনেকে ভিজিটিং কার্ডও দিয়ে যান। ঘটে যায় ‘মিরাক্যাল’। তাও আবার মাত্র ১৪ দিনের মাথায় এক অচেনা ব্যক্তির সহযোগিতায়। হায়দর যোগ দেন ‘ট্রেজারি অ্যানালিস্টের’ পদে।
হায়দরের পাশে সেই সময় এসে দাঁড়ান অচেনা ইম্যানুয়েল। নিজের উদ্যোগে লিঙ্কড-ইনে হায়দরের ছবি পোস্ট করে তিনি আবেদন জানান, কারও হাতে চাকরি থাকলে তিনি যেন সত্বর হায়দরের সঙ্গে যোগাযোগ করেন। সোশ্যাল মিডিয়ায় সেই পোস্ট ছড়িয়ে পড়ে।
ট্রেজারি অ্যানালিস্টের চাকরি পাওয়ার পর হায়দর মালিক তার শুভান্যুধায়ীদের ধন্যবাদ জানিয়েছেন। বিশেষ করে অচেনা ইম্যানুয়েলের প্রতি তিনি তাঁর কৃতজ্ঞতা জানিয়েছেন।
হায়দরের কথায়, সেদিনও সকালটা শুরু হয়েছিল একইভাবে। সকাল ৭টার মধ্যেই স্টেশনে পৌঁছে গিয়েছিলেন তিনি। যখন ফোনটা বেজে ওঠে তখন ঘড়িতে বাজে সাড়ে ৯টা। ফোনের অপর প্রান্ত থেকে ভেসে আসে একটি কন্ঠ। ও প্রান্তের কন্ঠস্বর বলে ‘ট্রেজারি অ্যানালিস্টের চাকরি আছে, তবে ইন্টারভিউয়ের জন্য পৌঁছতে হবে এক ঘণ্টার মধ্যে’। সঙ্গে গাড়ি ছিল। তাই গন্তব্য পৌঁছতে অসুবিধে হয়নি, হায়দরের। প্রথম ধাপে উতরে যাওয়ার পর ১৬ নভেম্বর দ্বিতীয় ধাপে পরীক্ষা হয়। সেখানেই সিলেক্ট হন হায়দর। তারপরেই আসে জয়েনিং লেটার।
পরিশ্রম, স্বপ্ন সব সার্থক হয়েছে, হায়দর মালিকের। তবে এর পরেও এসেছে একাধিক চাকরির প্রস্তাব। চাকরি পেয়েই সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে ভোলেননি হায়দার।
হায়দর জানিয়েছেন, কিশোর বয়সে পাকিস্তান থেকে তাঁর লন্ডনে আসা। বাবা ট্যাক্সি চালাতেন। তবে এখন অবসর নিয়েছেন। বাবার থেকেই অনুপ্রাণিত হয়ে অভিনবভাবে জীবনের চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়ান হায়দর মালিক। তাহলে স্বপ্ন দেখতে পারলে, জীবনে মির্যা কলও ঘটে, এবার সেটাই বিশ্বাস করতে শুরু করেছে হায়দর।
সমাজমাধ্যমে নিজের দু’টো ছবি পোস্ট করে, হায়দর মালিক লিখেছেন, ‘১৪ দিনে অনেক কিছু বদলে যায়’।