Imam Umer Ahmed Ilyasi ইসরাইলি রাষ্ট্রদূতের বাড়িতে চব্য-চোষ্য দিয়ে ‘ইফতার’ সারলেন

রিপোর্টার:
  • শেষ আপডেট: রবিবার, ১৬ মার্চ, ২০২৫
Imam Umer Ahmed Ilyasi ইসরাইলি রাষ্ট্রদূতের বাড়িতে চব্য-চোষ্য দিয়ে ‘ইফতার’ সারলেন

বিশেষ প্রতিবেদক: ফিলিস্তিনের গাজায় শিশু-নারী-সহ ৫০,০০০-এরও বেশি মানুষের যে নারকীয় নিধনযজ্ঞ চালিয়েছে (যা এখনও চলছে) ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্র, তা দুনিয়ার সচেতন মানুষের জানা। এই নিধনযজ্ঞ কিন্তু এখনও থামেনি। হামাসের সঙ্গে যুদ্ধবিরতির পরও প্রতিদিনই ইসরাইলি যায়নবাদীরা হত্যা করে চলেছে গাজা, পশ্চিম তীর ও লেবাননে মুসলিমদের। কম করে দেড় লক্ষ মানুষ আহত হয়েছে। এদের মধ্যে অনেকেরই ক্ষত শুকায়নি। অঙ্গহানির জন্য পঙ্গু হয়ে রয়েছেন কয়েক হাজার মানুষ। ঘরবাড়ি ধ্বংস করে চলমান উদ্বাস্তু করা হয়েছে গাজার ২২ লক্ষ মানুষকে।
এই মুহূর্তে গাজার যে মানুষেরা ওই ধ্বংসযজ্ঞের মধ্যে তাঁবু খাটিয়ে রয়েছেন, তাঁদের সমস্ত মানবিক সাহায্য, খাদ্যদ্রব্য, ওষুধপত্র পাঠানো ইসরাইল বন্ধ করে দিয়েছে। প্রতিদিনই অপুষ্টি এবং  খাদ্যদ্রব্য ও পানীয়ের অভাবে মারা যাচ্ছে বহু শিশু।
এরই মধ্যে কিন্তু নয়াদিল্লিতে ইসরাইলি দূতাবাস আয়োজন করেছিল রমযান উপলক্ষে ধুমধাম এক ইফতার পার্টির। শীততাপ নিয়ন্ত্রিত এই ইফতার পার্টির স্থান ছিল নয়াদিল্লিতে ইসরাইলের যায়নবাদী রাষ্ট্রদূত জনাব রিউভেন আজারের বাসস্থানে।
আপনি ভাবছেন, নৃশংস ইসরাইলি হত্যাযজ্ঞের কথা মনে রেখে মুসলিমরা তো বটেই, এমন কি হয়তো মানবতাবাদী অমুসলিমরাও এই ‘ইফতার পার্টি’তে অংশ নেবেন না। কিন্তু এখন ট্রাম্প-মোদি জমানায় কোথায় মানবিকতা? মানবিকতা তো নেই সউদির মুহাম্মদ বিন সালমান, সংযুক্ত আরব আমীরাতের প্রেসিডেন্ট মুহাম্মদ বিন জায়েদ আল নাইহান ও মিশরের সামরিক জান্তা-নিয়োজিত প্রেসিডেন্ট আল সিসি-র কাছে। তাঁরা ইসরাইলি-মার্কিন গণহত্যার সামান অংশীদার। এই দেশগুলির রাষ্ট্রদূতরা এই ইফতার পার্টিতে সামিল হলে অবাক হওয়ার কিছু থাকত না। দেখা গেল দিল্লিতে শুধুমাত্র সামিল হলেন আরব আমীরাতের রাষ্ট্রদূত। এছাড়া পশ্চিমা রাষ্ট্রদূতরাও। আর ছিলেন আজারবাইজানের রাষ্ট্রদূত।

 

সংবাদ সংস্থা এএনআই-এর রিপোর্ট অনুযায়ী এই ‘ইফতার পার্টি’তে লাজ-লজ্জা, খোদাভীরুতায় পরোয়া না করে ৩২ পাটি দাঁত বিকশিত করে উপস্থিত ছিলেন ‘অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের চিফ ইমাম উমের আহমেদ ইলিয়াসি’ (Imam Umer Ahmed Ilyasi)। তিনি ও তাঁর ‘ইসলামী সাথীরা’ ইসরাইলি দূতাবাসের চব্য-চোষ্যের প্রলোভন এড়াতে পারেননি। তাঁরা ইফতার পার্টিতে উপস্থিত হয়ে জড়িয়ে ধরলেন যায়নবাদী রাষ্ট্রদূতকে। বার্তা দিলেন, ‘মার, মার, হত্যা কর, দখল কর মসজিদুল আক্সা’। আমরা তোমাদের সঙ্গে আছি!
এ সম্পর্কে ইসরাইলি দূতাবাসের তরফ থেকে এক্স-এ লেখা হয়েছে, ‘রাষ্ট্রদূত রিউভেন আজারের বাড়িতে এ এক মনমুগ্ধকর পরিবেশ।’ ইফতার সম্মেলনে উপস্থিত ছিলেন মুসলিম কমিউনিটির লিডার এবং কূটনৈতিকরা। তাঁরা ঐক্যবদ্ধ হয়েছিলেন চমকপ্রদ খাবার এবং গানা-বাজনার মাধ্যমে। ইসরাইলি রাষ্ট্রদূত রিউভেন আজার ভূয়সী প্রশংসা করলেন ইমাম ইলাইসি-র (Imam Umer Ahmed Ilyasi)। তিনি ইমামের উপস্থিতিতে যে সম্মনিত হয়েছেন, সেটা বলতেও ভুললেন না রিউভেন আজার। তিনি আরও বাণী দিলেন, ইসরাইল ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে। বিশ্বাস করে মানবাধিকারে। ইমামও পাল্টা দিলেন, শুধু খাওয়াই তো আসল নয়, তার যে অর্থেরও প্রয়োজন।
ইলিয়াসী (Imam Umer Ahmed Ilyasi) যে সমগ্র মুসলিম দুনিয়ার মর্যাদাকে নষ্ট করলেন, সে কথা তাঁকে কে বোঝাবে! সকলেই তো চামচা। এই ইলিয়াসী আরএসএস-এর মোহন ভাগবতকে ‘রাষ্ট্রপিতা’ উপাধিতে ভূষিত করেছেন যা খোদ আরএসএসও পারেনি। পশ্চিমবঙ্গেও ইলিয়াসী-র (Imam Umer Ahmed Ilyasi) কিছু সমর্থক ‘ইমাম’ রয়েছেন। পুবের কলম-এর পাঠকরা তাঁদের সম্পর্কেও ধীরে ধীরে অবগত হবেন।

 

এই সংক্রান্ত আরও খবর
Copyright © 2025 Puber Kalom All rights reserved.
Developed By eTech Builder