সাপ্তাহিক ঈদের দিনের ফজিলত ও বিশেষ আমল জেনে নিন ।

- আপডেট : ৪ ফেব্রুয়ারী ২০২২, শুক্রবার
- / 14
পুবের কলম ওয়েব ডেস্ক ঃ মুসলিমদের কাছে বিশেষ বিশেষ দিনের মধ্যে জুম্মার দিন অন্যতম । জুম্মার দিনকে ইসলামে অনেক প্রাধান্য দেওয়া হয় । এতটাই এই দিনের গুরুত্ব যে শুক্রবারকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়, এই দিনে ইসলাম ইতিহাসে বড় বড় ঘটনা ঘটেছে । জুম্মাবারের গুরুত্ব ও মহত্ত্ব বোঝাতে গিয়ে ‘জুম্মা’ নামে কুরআন শরীফে একটা সম্পূর্ণ সূরা নাজিল করেছেন ।
জুম্মা দিনের ইতিহাসঃ
জুম্মার দিনে প্রথম আদম (আ.) কে জান্নাতে প্রবেশ করানো হবে , এই দিনে প্রথম আদম (আ.) কে জান্নাত থেকে বার করা হয় । কোনও এক শুক্রবারেই কেয়ামত সংঘটিত হবে । (মুসলিম শরিফ , হাদিস নম্বর ৮৫৪) ।
জুম্মার দিনের বিশেষ বিশেষ আমল ঃ
বিভিন্ন হাদিসে এই দিনের বিশেষত্ব উল্লেখ করতে গিয়ে বলেছেন ” শুক্রবারে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করতে বলেছেন “।
রাসুল (সা.) বলেন যে, তোমরা জুমার দিনে আমার ওপর বেশি বেশি দরুদ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত দরুদ আমার সামনে পেশ করা হয় । (আবু দাউদ, হাদিস নম্বর ১০৪৭)।
তিরমিজি শরীফে জুম্মা দিন সম্পর্কে বলা হয় যে , যদি কোনও উম্মত তাঁর রাসুল আল্লাহ ( মোহাম্মাদ সা.) ওপর একবার দরূদ পাঠ করেন আল্লাহ তাআলা তার ওপর ১০ টা রহমত নাজিল করেন ।এছাড়াও জুম্মাবাদ সূরা কাহাফ পরার নির্দেশ দিয়েছেন রাসুলে পাক । দাজ্জাল এর ফিতনা থেকে বাঁচার জন্য সূরা কাহাফ অনেক বড় ভূমিকা রাখে । আল্লাহ পাক আমাদের জুম্মার দিন বেশি বেশি আমল করার তৌফিক দান করুক আমীন ।