১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
মহিলার পচা-গলা মৃতদেহ উদ্ধারকে ঘিরে টানটান উত্তেজনা এলাকায়

ইমামা খাতুন
- আপডেট : ২৪ জুন ২০২২, শুক্রবার
- / 8
প্রীতম কোলে, হাওড়াঃ এক মহিলার পচা-গলা মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য এলাকায়। হাওড়া ডোমজুড় ধুলিয়া গ্রামের ঘটনা। মৃত মহিলার নাম বুধুমতি তিরকি বয়স 54 বছর।ঘটনার পর পরই ডোমজুড় থানা পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পুলিশ এসে দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। পুলিশ সূত্রের খবর, জানা যাচ্ছে বুধুমতি তিরকি হাওড়া ডোমজুড় এর ধুলিয়া গ্রামে একাই থাকতেন। কয়েকদিন ধরে ঘর থেকে বেরোতে দেখা যায়নি এবং ঘর থেকে দুর্গন্ধ বেরোতে থাকে। প্রতিবেশীরা মৃত মহিলার আত্মীয়দের খবর দেয় । ঘটনাস্থলে এসে দরজা ভেঙে দেখা যায় ঘরের মেঝেতে পচা-গলা অবস্থা দেহটি পড়ে আছে। কি কারণে এই মৃত্যু হয়েছে। তা তদন্ত করছে পুলিশ।