১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

অরুণাচলে বনধের প্রভাবে ব্যাহত সাধারণ জন-জীবনে, বন্ধ ইন্টারনেট পরিষেবা

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৮ ফেব্রুয়ারী ২০২৩, শনিবার
  • / 5

পুবের কলম, ওয়েবডেস্ক:  অরুণাচলে বনধের প্রভাব পড়েছে সাধারণ জন-জীবনে। নাগরিক সুরক্ষার কথা মাথায় রেখে, রাজ্যের রাজধানী ইটানগরে শুক্রবার সন্ধ্যা ৬ টা থেকে রবিবার বিকেল ৫টা পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। শুক্রবার রাজ্য সরকার শনিবার নির্ধারিত পঞ্চম, সপ্তম এবং একাদশ শ্রেণির রাজ্য বোর্ডের পরীক্ষা স্থগিত করেছে।

এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে যে, রাজধানী অঞ্চলের সমস্ত স্কুলে বোর্ড পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং পরে সেগুলি অনুষ্ঠিত হবে।
প্যান অরুণাচল জয়েন্ট স্টিয়ারিং কমিটির ডাকা বনধে অরুণাচলের স্বাভাবিক জন-জীবনে তার প্রভাব পড়েছে। অরুণাচল প্রদেশ পাবলিক সার্ভিস কমিশনের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ১৩-দফা দাবি পূরণের জন্য চাপ দিতে এই বনধ ডাকা হয়েছে।  এই বনধ দ্বিতীয় দিনে প্রবেশ করেছে।

শুক্রবার অরুণাচল প্রদেশের পাবলিক সার্ভিস কমিশনের  পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে তুমুল বিক্ষোভ কর্মসূচি চলে ইটানগরে। আন্দোলনকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে তুমুল সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে অন্তত ১০জন আহত হন।  তার মধ্যে চারজন নিরাপত্তারক্ষী জখম হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ছোড়া হয়। আন্দোলনকারীদের উপরে লাঠিচার্জ করা হয়। এর পরেই প্যান অরুণাচল জয়েন স্টিয়ারিং কমিটি শুক্রবার কার্যত গণ আন্দোলনে নামে।

অরুণাচল প্রদেশ পাবলিক সার্ভিস কমিশনের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ১২ ঘণ্টার বনধের ডাক দেওয়া হয়। এক বর্ষীয়ান পুলিশ আধিকারিক জানিয়েছেন, ইটানগর, নাহারলাগুন, নির্জুলি এবং বান্দেরদেওয়া এলাকা নিয়ে গঠিত ক্যাপিটাল কমপ্লেক্সে, ব্যবসা প্রতিষ্ঠান, বাজার, ব্যাঙ্ক, শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি ও বেসরকারি অফিস সহ রাস্তায় যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে।

প্রায় হাজারের বেশি প্রতিবাদীরা জাতীয় সড়ক-৪১৫ বন্ধ করে টায়ার জ্বালায়।   সরকারের তরফে নিরাপত্তার কথা মাথায় রেখে সাময়িকভাবে ইটানগর রাজধানী  সংলগ্ন অঞ্চলগুলিতে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে রবিবার বিকেল ৫টা পর্যন্ত অস্থায়ীভাবে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে।
প্রতিবাদীরা জানিয়েছেন, তাদের দাবি না মেটা পর্যন্ত তাদের এই কর্মসূচি চালাবে তারা।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অরুণাচলে বনধের প্রভাবে ব্যাহত সাধারণ জন-জীবনে, বন্ধ ইন্টারনেট পরিষেবা

আপডেট : ১৮ ফেব্রুয়ারী ২০২৩, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  অরুণাচলে বনধের প্রভাব পড়েছে সাধারণ জন-জীবনে। নাগরিক সুরক্ষার কথা মাথায় রেখে, রাজ্যের রাজধানী ইটানগরে শুক্রবার সন্ধ্যা ৬ টা থেকে রবিবার বিকেল ৫টা পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। শুক্রবার রাজ্য সরকার শনিবার নির্ধারিত পঞ্চম, সপ্তম এবং একাদশ শ্রেণির রাজ্য বোর্ডের পরীক্ষা স্থগিত করেছে।

এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে যে, রাজধানী অঞ্চলের সমস্ত স্কুলে বোর্ড পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং পরে সেগুলি অনুষ্ঠিত হবে।
প্যান অরুণাচল জয়েন্ট স্টিয়ারিং কমিটির ডাকা বনধে অরুণাচলের স্বাভাবিক জন-জীবনে তার প্রভাব পড়েছে। অরুণাচল প্রদেশ পাবলিক সার্ভিস কমিশনের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ১৩-দফা দাবি পূরণের জন্য চাপ দিতে এই বনধ ডাকা হয়েছে।  এই বনধ দ্বিতীয় দিনে প্রবেশ করেছে।

শুক্রবার অরুণাচল প্রদেশের পাবলিক সার্ভিস কমিশনের  পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে তুমুল বিক্ষোভ কর্মসূচি চলে ইটানগরে। আন্দোলনকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে তুমুল সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে অন্তত ১০জন আহত হন।  তার মধ্যে চারজন নিরাপত্তারক্ষী জখম হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ছোড়া হয়। আন্দোলনকারীদের উপরে লাঠিচার্জ করা হয়। এর পরেই প্যান অরুণাচল জয়েন স্টিয়ারিং কমিটি শুক্রবার কার্যত গণ আন্দোলনে নামে।

অরুণাচল প্রদেশ পাবলিক সার্ভিস কমিশনের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ১২ ঘণ্টার বনধের ডাক দেওয়া হয়। এক বর্ষীয়ান পুলিশ আধিকারিক জানিয়েছেন, ইটানগর, নাহারলাগুন, নির্জুলি এবং বান্দেরদেওয়া এলাকা নিয়ে গঠিত ক্যাপিটাল কমপ্লেক্সে, ব্যবসা প্রতিষ্ঠান, বাজার, ব্যাঙ্ক, শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি ও বেসরকারি অফিস সহ রাস্তায় যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে।

প্রায় হাজারের বেশি প্রতিবাদীরা জাতীয় সড়ক-৪১৫ বন্ধ করে টায়ার জ্বালায়।   সরকারের তরফে নিরাপত্তার কথা মাথায় রেখে সাময়িকভাবে ইটানগর রাজধানী  সংলগ্ন অঞ্চলগুলিতে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে রবিবার বিকেল ৫টা পর্যন্ত অস্থায়ীভাবে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে।
প্রতিবাদীরা জানিয়েছেন, তাদের দাবি না মেটা পর্যন্ত তাদের এই কর্মসূচি চালাবে তারা।