বাংলাদেশে সুষ্ঠুভাবে সাধারণ নির্বাচন সম্ভব নয়: হিউম্যান রাইটস ওয়াচ

- আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, সোমবার
- / 8
ঢাকা, ২৭ নভেম্বর: ২০২৪ সালের ৭ জানুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত হতে চলেছে সাধারণ নির্বাচন। এই নির্বাচনের আগে বিরোধী নেতাকর্মী ও সমর্থকদের টার্গেট করা হচ্ছে বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন। এই পরিস্থিতিতে অবাধ নির্বাচন অসম্ভব বলেও উল্লেখ করেছে সংগঠনটি। রবিবার যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ‘হিউম্যান রাইটস ওয়াচ’ এক বিবৃতিতে বাংলাদেশের নির্বাচন নিয়ে এই অভিযোগে সরব হয়েছে।
সহিংসতার কথা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, গত ২৮ অক্টোবর প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একটি পূর্বপরিকল্পিত সমাবেশের পর থেকে প্রায় ১০ হাজার বিরোধী নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। চলমান সহিংসতায় পুলিশের দুই কর্মকর্তাসহ কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন সাড়ে ৫ হাজারের বেশি মানুষ। সহিংসতার ঘটনায় এক পক্ষ অপর পক্ষকে দোষারোপ করেছে। বাংলাদেশ সরকারের উচিত নিরপেক্ষভাবে সহিংসতার সব ঘটনা তদন্ত করা।
১৩ জন প্রত্যক্ষদর্শী, ভিডিও ফুটেজ ও পুলিশের রিপোর্ট বিশ্লেষণ করেছে এইচআরডব্লিউ। তাঁদের দাবি, পুলিশ নির্বাচন সংশ্লিষ্ট বিষয়ে অত্যধিক বলপ্রয়োগ, গণ গ্রেফতার, নির্যাতন এবং বিচারবহির্ভূত হত্যা করছে পুলিশ। ২৮ অক্টোবর, বিএনপির সমাবেশে সহিংসতার পর থেকে বিএনপির ডাকা হরতালে অত্যাধিক বল প্রয়োগ করেছে পুলিশ।