পুবের কলম,ওয়েবডেস্ক: ‘ডিজাস্টার’! শুধু হারেই থেমে থাকেনি দিল্লি সিপিএম। হার তো বটেই নোটার চেয়েও কম ভোট পেয়ে হারেতে রেকর্ড গড়েছে সিপিএম। বামেদের ভোট শতাংশ ০.০১। যেখানে নোটার প্রাপ্তি ০.৫৭ শতাংশ।নোটার সঙ্গে লড়াইয়ে সামান্য এগিয়ে আর এক সর্বভারতীয় দল বিএসপি। তাদের প্রাপ্তি ০.৫৮ শতাংশ। তবে বাম একাই নয়, নোটার চেয়েও কম ভোট পেয়েছে সর্বভারতীয় দল জেডিইউ।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, কারাবাল নগরে সিপিএম প্রার্থী অশোক আগরওয়াল পেয়েছেন ৪৫৭টি ভোট। সেখানে নোটা পেয়েছে ৭০৯টি ভোট। বদরপুরে সিপিএম প্রার্থী জগদীশ চন্দের প্রাপ্ত ভোট ৩৬৭। এখানে নোটা পেয়েছে ৯১৫টি ভোট। বিকাশপুরিতে সিপিআই প্রার্থীর ভোট সংখ্যা ৫৮০, নোটা ১,১২৭টি ভোট পেয়েছে।
পালমে সিপিআই পেয়েছে ৩২৬টি ভোট, নোটা পেয়েছে ১,১১৯টি। নরেলাতে সিপিআই(এমএল) পেয়েছে ৩২৮টি ভোট, যেখানে নোটা পেয়েছে ৯৮১টি। কোন্ডলিতে সিপিআই(এমএল) পেয়েছে মাত্র ১০০ ভোট যেখানে নোটা পেয়েছে ৭৭৬টি ভোট।