BREAKING:
রাজ্যসভায় পেশ ওয়াকফ বিল সংক্রান্ত জেপিসি রিপোর্ট হেট স্পিচ: বিজেপি নেতা পিসি জর্জের আগাম জামিন নাকচ দুবাইয়ে সব বেসরকারি স্কুলে বাধ্যতামূলক হল আরবি ৫০ বছরের মধ্যে সর্বাধিক কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা সিআইএর পাকিস্তান ম্যাচের আগে বাবা তৌসিফকে স্মরণ শামির ইউজিসির খসড়া নির্দেশিকার বিরোধিতায় জাতীয় কনভেনশন, যোগ দিল অবিজেপিশাসিত চার রাজ্য হেমন্ত রাজ্যে মুসলিম সাংসদ রাকিবুল হুসেনের ওপর প্রাণঘাতী হামলা শারীরিক অবস্থা স্থিতিশীল, হাসপাতাল থেকে ছাড়া পেলেন সোনিয়া গান্ধি ভাষা ও সাহিত্য হোক দ্বীন প্রচারের মাধ্যম কুরআনের আলোকে মাতৃভাষার মর্যাদা মাদ্রাসার এমএসকে-এসএসকে শিক্ষকদের অবসরভাতা বেড়ে হল ৫ লক্ষ

দিল্লি বিধানসভা নির্বাচন: সিপিএমের ঝোলাতে ০.০১ শতাংশ

রিপোর্টার:
  • শেষ আপডেট: রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫

পুবের কলম,ওয়েবডেস্ক:  ‘ডিজাস্টার’! শুধু হারেই থেমে থাকেনি দিল্লি সিপিএম। হার তো বটেই নোটার চেয়েও কম ভোট পেয়ে হারেতে রেকর্ড গড়েছে সিপিএম।  বামেদের ভোট শতাংশ ০.০১। যেখানে নোটার প্রাপ্তি ০.৫৭ শতাংশ।নোটার সঙ্গে লড়াইয়ে সামান্য এগিয়ে আর এক সর্বভারতীয় দল বিএসপি। তাদের প্রাপ্তি ০.৫৮ শতাংশ।  তবে বাম একাই নয়,  নোটার চেয়েও কম ভোট পেয়েছে সর্বভারতীয় দল জেডিইউ

নির্বাচন কমিশন জানিয়েছে,‘নোটা’র পক্ষে গিয়েছে ০.৫৭ শতাংশ ভোট। বহুজন সমাজ পার্টি পেয়েছে ০.৫৮ শতাংশ। অন্যদিকে সিপিএমের ঝুলিতে গিয়েছে ০.০১ শতাংশ ভোট। সিপিআই ও জেডি(ইউ) পেয়েছে ০.০২ এবং ১.০৬ শতাংশ ভোট। সিপিআই (এমএল) লিবারেশন শূন্য শতাংশ। অর্থাৎ, একটি ভোটও পায়নি। দিল্লি নির্বাচনে সিপিএম দু›টিতে এবং বামেরা সম্মিলিতভাবে মাত্র আটটি আসনে প্রার্থী দিতে পেরেছিল।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, কারাবাল নগরে সিপিএম প্রার্থী অশোক আগরওয়াল পেয়েছেন ৪৫৭টি ভোট। সেখানে নোটা পেয়েছে ৭০৯টি ভোট। বদরপুরে সিপিএম প্রার্থী জগদীশ চন্দের প্রাপ্ত ভোট ৩৬৭। এখানে নোটা  পেয়েছে ৯১৫টি ভোট। বিকাশপুরিতে সিপিআই প্রার্থীর ভোট সংখ্যা ৫৮০, নোটা ১,১২৭টি ভোট পেয়েছে।

পালমে সিপিআই পেয়েছে ৩২৬টি ভোট, নোটা পেয়েছে ১,১১৯টি। নরেলাতে সিপিআই(এমএল) পেয়েছে ৩২৮টি ভোট, যেখানে নোটা পেয়েছে ৯৮১টি। কোন্ডলিতে সিপিআই(এমএল) পেয়েছে মাত্র ১০০ ভোট যেখানে নোটা পেয়েছে ৭৭৬টি ভোট।

READ MORE: অপারেশন ডেভিল হ্যান্ট: অভিযান চালিয়ে বাংলাদেশে ধৃত ৬৫

এই সংক্রান্ত আরও খবর
Copyright © 2025 Puber Kalom All rights reserved.
Developed By eTech Builder