মেডিক্যালে এবার নয়া কলেজগুলিতেও ছাত্রভর্তি, মেডিক্যালে আসন একনজরে

- আপডেট : ১৭ জুন ২০২৩, শনিবার
- / 9
- রাজ্যে সরকারি ও বেসরকারি মিলে মোট আসন ৫,১২৫ টি। (নতুন কলেজ সহ)
- রাজ্য কোটায় ৮৫ শতাংশ হিসেবে আসন ৪, ৩৫৬
- কেন্দ্রীয় কোটায় ১৫ শতাংশ হিসেবে মোট আসন ৭৬৮
- ৪০ শতাংশ জেনারেল, ১০ শতাংশ আর্থিকভাবে পিছিয়ে পড়া
- ২৭ শতাংশের মধ্যে ওবিসি ‘এ’ ১০ শতাংশ আসন। এসটি ৭.৫ শতাংশ এবং এসসি ১৫ শতাংশ সংরক্ষণ।
পুবের কলম প্রতিবেদক: এ রাজ্যে বাড়লো মেডিক্যালের আসন। এবার মেডিক্যালে ভর্তি হবে ৫ হাজার ১২৫টি আসনে। এর মধ্যে স্টেট কোটায় ভর্তি হবে ৮৫ শতাংশ। অর্থাৎ ৪ হাজার ৩৫৬টি আসনে। মোট আসনের মধ্যে ১৫ শতাংশ আসনে অর্থাৎ ৭৬৮টি আসনে কেন্দ্রীয় কোটায় ভর্তি হবে। এতে উত্তীর্ণ ভিন রাজ্যের অনেক প্রার্থী এ রাজ্যের কলেজগুলিতে ভর্তি হতে পারবে। মোট আসনের মধ্যে ১০ শতাংশ আর্থিকভাবে পিছিয়েপড়া পরিবারের ছাত্রদের জন্য বরাদ্দ করা হয়েছে। ২৭ শতাংশের মধ্যে ওবিসি-এ-দের জন্য বরাদ্দ ১০ শতাংশ আসন। এসটি ৭.৫ শতাংশ এবং এসসি ১৫ শতাংশ সংরক্ষণ করা হয়েছে। সংরক্ষণের পর অবশিষ্ট ৪০ শতাংশ আসন জেনারেল কোটার জন্য।
স্বাস্থ্য দফতরের কর্তারা জানাচ্ছেন, নয়া মেডিক্যাল কলেজগুলিতেও এবার ছাত্রভর্তি হবে। তবে যে সমস্ত কলেজের পরিকাঠামো এখনও সম্পন্ন হয়নি, সেগুলির জন্য পরিকাঠামো সম্পন্ন করার পর ছাত্রভর্তির প্রক্রিয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট দফতর।
এ রাজ্যে বেসরকারি কলেজগুলির মধ্যে রয়েছে যাদবপুরের কেপিসি, বজবজের জেআইএমএস, দূর্গাপুরের আইকিড সিটিz, বীরভূমের শান্তিনিকেতন, পশ্চিম বর্ধমানের গৌরিদেবী ইনস্টিটিউট, পশ্চিম বর্ধমানের শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স, পূর্ব মেদিনীপুরের হলদিয়ার আই কেয়ার, নদিয়ার চাকদহেব জেএমএন এবং উত্তরবঙ্গে আরও একটি কলেজ। এর মধ্যে কয়েকটি কলেজের পরিকাঠামো তৈরির কাজও এখন চলছে। এছাড়াও জানা যাচ্ছে, বেসরকারি উদ্যোগে জেলায় আরও মেডিক্যাল কলেজ গড়ে তোলার কাজ চলছে। এর মধ্যে একটি আসানসোলে, দক্ষিণ ২৪ পরগণার সিরাকলে এবং সাঁতরাগাছিতে। দক্ষিণ ২৪ পরগণার ভাঙরের নলমুরিতেও টেকনো ইন্ডিয়ার উদ্যোগে একটি কলেজ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ২ থেকে ৩ বছরের মধ্যেই এই কলেজগুলিতেও ছাত্র ভর্তি হবে।
রাজ্যে সরকারি কলেজগুলির মধ্যে রয়েছে ন্যাশনাল মেডিক্যাল কলেজ, কলকাতা মেডিক্যাল কলেজ, নীলরতন সরকার মেডিক্যাল কলেজ, আরজি কর, এসএসকেএম, সাগরদত্ত, বর্ধমান, মেদিনীপুর, উলুবেড়িয়া, ডায়মন্ডহারবার, বাঁকুড়া, কল্যাণী, পুরুলিয়া, কোচবিহার, উত্তরবঙ্গ, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ, মালদা, রায়গঞ্জ এবং রামপুরহাট মেডিক্যাল কলেজে ছাত্র ভর্তির প্রক্রিয়া চলছে। ২০২২ সালে তৈরি সরকারি নতুন মেডিক্যাল কলেজগুলির মধ্যে রয়েছে, বারাসত, আরামবাগ, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে তাম্রলিপ্ত, হুগলির প্রফুল্লচন্দ্র গর্ভমেন্ট, উলুবেড়িয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গর্ভমেন্ট কলজের জলপাইগুড়িতে। এগুলিতেও এ বছর ছাত্র ভর্তি নেওয়া হবে।
রাজ্যে যে ২টি নয়া মেডিক্যাল কলেজ অনুমোদন পেয়েছে, তার মধ্যে রয়েছে নদিয়া চাকদহের জেএমএন মেডিক্যাল কলেজ। এটি পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের ট্রাস্ট পরিচালিত একটি কলেজ। অন্যটি সল্টলেকের জেআইএসএস স্কুল অফ মেডিক্যাল সায়েন্স অ্যান্ড রিসার্চ ওয়ার্ক।
এটি সম্পূর্ণ ভাবে বেসরকারি একটি কলেজ। দু’টি কলেজের প্রতিটিতেই শূন্য আসন রয়েছে ১৫০টি করে। অর্থাৎ মোট আসন সংখ্যা ৩০০। এছাড়া কেন্দ্র সরকার পরিচালিত এ রাজ্যের কল্যাণী এইমস এবং জোকার ইএসআই হাসপাতাল ও মেডিক্যাল কলেজেও ছাত্রভর্তি হবে। এর ফলে রাজ্যে এমবিবিএস-এর মোট আসন সংখ্যা বেড়ে হয়েছে ৫,১২৫। ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকেই এই কলেজগুলিতে পঠনপাঠন শুরু হবে বলে আগেই জানিয়েছিল স্বাস্থ্য মন্ত্রক।
প্রসঙ্গত, নিট ইউজি পরীক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীরা এমবিবিএস, বিডিএস, বিএএমএস, বিএসএমএস, বিইউএমএস, বিএইচএমএস এবং অন্যান্য মেডিকেল কোর্সে ভর্তি হতে পারবেন।
রাজ্যের মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার সময় এ রাজ্যে মেডিক্যালে আসন ছিল ২ হাজার ৪০০টি। এখন এমবিবিএস- এ রাজ্যের আসন বেড়ে হয়েছে ৫ হাজার ১২৫টি।