দ্বিতীয় ডোজের টীকাকরণ চলাকালীন বিশৃঙ্খলায় আহত নলহাটিতে
- আপডেট : ২ অগাস্ট ২০২১, সোমবার
- / 14
দেবশ্রী মজুমদার, নলহাটি: সোমবার নলহাটিতে দ্বিতীয় ডোজের সার্বিক টীকাকরণের সময় বিশৃঙ্খলায় আহত সাধারণ মানুষ। আহতের চিকিৎসা করা হয় ব্লক হাসপাতালে। নলহাটি বি এম ও এইচ সুজিত রায় মানুষের কাছে আবেদন রেখে বলেন, সাধারণ মানুষকে অনুরোধ করে বলবো ধৈর্য্য হারাবেন না। সবাই টীকা পাবেন। এক দিন আগে আর একদিন পরে। তিনি বলেন, ধৈর্য্য হারিয়ে মানুষ বিশৃঙ্খল হয়ে এই বিপত্তি ঘটায়।এখন পরিস্থিতি স্বাভাবিক।
জানা গেছে, নলহাটি শহরের দশ নং ওয়ার্ডে জুনিয়র হাই স্কুলে দেড় হাজার জনের টীকাকরণ হওয়ার কথা ছিল। কিন্তু এদিন সকাল থেকেই এলাকার হাজার দুয়েক মানুষ দ্বিতীয় ডোজের ভ্যাকসিন নেওয়ার জন্য হাজির হয়। নলহাটি জুনিয়র হাইস্কুলের গেট খুলতেই কে কার আগে যাবে এই প্রতিযোগিতা শুরু হয়ে যায়। অনেকেই পড়ে যান। তাদের উপর মাড়িয়ে যান অনেকেই। আহত হয়ে কারো কারো মাথায় জল ঢালা শুরু হয়ে যায়।
ব্লক প্রশাসন সূত্রে জানা গেছে, ব্লক স্বাস্থ্য কর্মী, মিউনিসিপ্যাল স্বাস্থ্য কর্মী এবং পুলিশ কর্মীরা প্রস্তুত ছিলেন সামাল দেওয়ার জন্য। কিন্তু হঠাৎ করে মানুষ বিশৃঙ্খল হয়ে পড়ায় পরিস্থিতি পাল্টে যায়।