১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশনে নয়া অ্যান্থেম প্রকাশ পাকিস্তানের

মাসুদ আলি
  • আপডেট : ২০ মার্চ ২০২২, রবিবার
  • / 5

পুবের কলম ওয়েবডেস্ক : নয়া অ্যান্থেম। চর্চা শুরু হয়েছে তা নিয়ে। পাকিস্তানের বিদেশমন্ত্রী মাখদুম শাহ মাহমুদ কুরেশি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ফাওয়াদ হুসেন চৌধুরী উপস্থিতিতে নয়া অ্যান্থেমটি প্রকাশ প্রায় পায়।বিদেশ দফতরে পররাষ্ট্রমন্ত্রীদের ইসলামিক সহযোগিতা পরিষদের সংগঠনের উদ্যোগে অ্যান্থেমটি চালু হয়।নয়া অ্যান্থেমটি  গেয়েছেন পাকিস্তানের জনপ্রিয় শিল্পী আলী জাফর ।

ওআইসি এবং মুসলিম উম্মাহর সঙ্গে তার দৃঢ় প্রতিশ্রুতি এবং সংযুক্তির প্রতি শ্রদ্ধা হিসেবে পাকিস্তান এই নয়া  গানটি সামনে এনেছে।পাকিস্তান ২২ থেকে ২৩ মার্চ ইসলামাবাদে ৪৮ তম ওআইসি কাউন্সিল অফ ফরেন মিনিস্টার সম্মেলনের আয়োজন করছে। সম্মেলনটি পাকিস্তানের স্বাধীনতার ৭৫ তম বার্ষিকীর সঙ্গে সম্পূর্ণ মাইল গিয়েছে। সকল সফররত বিদেশমন্ত্রীরা পাকিস্তান দিবসের অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে থাকবেন।

অধিবেশনের থিম – ‘একতা, ন্যায়বিচার এবং উন্নয়নের জন্য অংশীদারিত্ব’। উম্মাহর মধ্যে ঐক্য গড়ে তোলা, সমস্ত মুসলিম জনগণের জন্য ন্যায়বিচারকে এগিয়ে নিয়ে যাওয়া। একইসঙ্গে ওআইসি সদস্য রাষ্ট্রগুলির সমৃদ্ধি এবং মজবুত উন্নয়নের জন্য কাজ করে যাওয়া।

উদ্বোধনী অধিবেশনে মূল বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী ইমরান খান। আলোচনায় থাকতে পারে ফিলিস্তিন এবং জম্মু ও কাশ্মীর ইস্যু।  পাশাপাশি, সম্মেলনের আলোচনায় ইসলামোফোবিয়ার মোকাবিলা, কোভিড-১৯ থেকে পুনরুদ্ধার এবং শান্তি ও নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, সাংস্কৃতিক ও বৈজ্ঞানিক উন্নয়নের মত বিষয়গুলি নিয়ে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে। এই সম্মেলনের মাধ্যমে আরও একবার সামগ্রিক ওআইসির ভূমিকাকে  পুনরুজ্জীবিত করা হবে। আফগানিস্তানের বর্তমান অবস্থা নিয়েও পর্যালোচনা করা হবে। অধিবেশনে ১০০ টিরও বেশি রেজুলেশন গৃহীত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ইস্যুগুলিকে ওআইসির ঠিক কি চোখে দেখছে তও প্রকাশ পাবে সম্মেলনে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশনে নয়া অ্যান্থেম প্রকাশ পাকিস্তানের

আপডেট : ২০ মার্চ ২০২২, রবিবার

পুবের কলম ওয়েবডেস্ক : নয়া অ্যান্থেম। চর্চা শুরু হয়েছে তা নিয়ে। পাকিস্তানের বিদেশমন্ত্রী মাখদুম শাহ মাহমুদ কুরেশি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ফাওয়াদ হুসেন চৌধুরী উপস্থিতিতে নয়া অ্যান্থেমটি প্রকাশ প্রায় পায়।বিদেশ দফতরে পররাষ্ট্রমন্ত্রীদের ইসলামিক সহযোগিতা পরিষদের সংগঠনের উদ্যোগে অ্যান্থেমটি চালু হয়।নয়া অ্যান্থেমটি  গেয়েছেন পাকিস্তানের জনপ্রিয় শিল্পী আলী জাফর ।

ওআইসি এবং মুসলিম উম্মাহর সঙ্গে তার দৃঢ় প্রতিশ্রুতি এবং সংযুক্তির প্রতি শ্রদ্ধা হিসেবে পাকিস্তান এই নয়া  গানটি সামনে এনেছে।পাকিস্তান ২২ থেকে ২৩ মার্চ ইসলামাবাদে ৪৮ তম ওআইসি কাউন্সিল অফ ফরেন মিনিস্টার সম্মেলনের আয়োজন করছে। সম্মেলনটি পাকিস্তানের স্বাধীনতার ৭৫ তম বার্ষিকীর সঙ্গে সম্পূর্ণ মাইল গিয়েছে। সকল সফররত বিদেশমন্ত্রীরা পাকিস্তান দিবসের অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে থাকবেন।

অধিবেশনের থিম – ‘একতা, ন্যায়বিচার এবং উন্নয়নের জন্য অংশীদারিত্ব’। উম্মাহর মধ্যে ঐক্য গড়ে তোলা, সমস্ত মুসলিম জনগণের জন্য ন্যায়বিচারকে এগিয়ে নিয়ে যাওয়া। একইসঙ্গে ওআইসি সদস্য রাষ্ট্রগুলির সমৃদ্ধি এবং মজবুত উন্নয়নের জন্য কাজ করে যাওয়া।

উদ্বোধনী অধিবেশনে মূল বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী ইমরান খান। আলোচনায় থাকতে পারে ফিলিস্তিন এবং জম্মু ও কাশ্মীর ইস্যু।  পাশাপাশি, সম্মেলনের আলোচনায় ইসলামোফোবিয়ার মোকাবিলা, কোভিড-১৯ থেকে পুনরুদ্ধার এবং শান্তি ও নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, সাংস্কৃতিক ও বৈজ্ঞানিক উন্নয়নের মত বিষয়গুলি নিয়ে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে। এই সম্মেলনের মাধ্যমে আরও একবার সামগ্রিক ওআইসির ভূমিকাকে  পুনরুজ্জীবিত করা হবে। আফগানিস্তানের বর্তমান অবস্থা নিয়েও পর্যালোচনা করা হবে। অধিবেশনে ১০০ টিরও বেশি রেজুলেশন গৃহীত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ইস্যুগুলিকে ওআইসির ঠিক কি চোখে দেখছে তও প্রকাশ পাবে সম্মেলনে।