পাকিস্তানে লিটার প্রতি ৩০ রুপি দাম বাড়ল পেট্রোলের, মধ্যরাত থেকেই কার্যকর

- আপডেট : ২৭ মে ২০২২, শুক্রবার
- / 12
পুবের কলম, ওয়েবডেস্কঃ পেট্রোলিয়াম পণ্যের দাম লিটার প্রতি ৩০ রুপি করে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার। অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল জানান, শুক্রবার মধ্যরাত থেকেই নতুন দাম কার্যকর হচ্ছে। মূল্য বাড়ানোর পর পাকিস্তানে পেট্রোলের দাম দাঁড়িয়েছে ১৭৯.৮৬ রুপি, ডিজেল ১৭৪.১৫ রুপি ও কেরোসিন লিটারপ্রতি ১৫৫ দশমিক ৫৬ রুপি।
অর্থমন্ত্রী জানান, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কর্মসূচি পুনরুজ্জীবিত করতে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর মতে, সরকারের কাছে দাম বাড়ানোর কোনও বিকল্প ছিল না। নতুন করে দাম বাড়ানোর পরও সরকারকে লিটারপ্রতি ৫৬ রুপি করে ভরতুকি দিতে হচ্ছে বলে জানান তিনি। এ দিকে, পেট্রোলের দাম বাড়ানোয় শাহবাজ শরিফের নেতৃত্বাধীন সরকারের তীব্র নিন্দা জানিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। পিটিআই চেয়ারম্যান বলেছেন, জাতি এদের হাত থেকে মুদ্রাস্ফীতির আরেকটি বড় ধাক্কা খাবে।