তামিলনাড়ুতে রাতের অন্ধকারে রাস্তায় স্ত্রীকে কুপিয়ে খুন, সিসি ক্যামেরায় ধরা পড়ল হাড়হিম করা ঘটনা

- আপডেট : ২৪ জানুয়ারী ২০২৩, মঙ্গলবার
- / 8
পুবের কলম, ওয়েবডেস্ক: দিল্লির পর এবার তামিলনাড়ুতে প্রকাশ্য রাস্তায় সিসি ক্যামেরায় ধরা পড়ল এক রক্তহিম করা কাণ্ড। সিসি ক্যামেরায় দেখা যায় এক ব্যক্তিকে মহিলার সঙ্গে ঝগড়া করতে। তারপরেই ক্ষিপ্ত হয়ে ওই ব্যক্তি মহিলাকে এলোপাথাড়ি কোপাতে থাকেন। ঘটনায় মৃত্যু হয়েছে ওই মহিলার। অভিযুক্ত ভেলোরের বাসিন্দা জয়শঙ্করকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে ভেলোরের একটি সিসি ক্যামেরায় জয়শঙ্করকে তার স্ত্রীয়ের প্রকাশ্য রাস্তায় ঝগড়া করতে দেখা যায়। এর পরে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে দেখা যায়। পুরো ঘটনাটাই সিসি ক্যামেরায় ধরা পড়েছে। ঘটনায় অম্বুর পুলিশ জয়শঙ্করকে গ্রেফতার করেছে।
জানা গিয়েছে, জয়শঙ্করের স্ত্রীয়ের নাম পুনিথা। তিনি একটি বেসরকারি জুতোর কোম্পানিতে কাজ করতেন। রাতে কাজ সেরে বাড়ি ফেরার পথে পুনিথার স্বামী তার ওপরে হামলা চালায়।
প্রথমে পুনিথাকে মারধর করার পরে তার ওপর এলোপাথাড়ির ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। পুনিথার চিৎকার চেঁচামেচিতে অন্যান্য মহিলারা দৌড়ে আসে। তাকে উদ্ধার করে অম্বুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয় তার। কি কারণে এই ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ।