BREAKING:
রাজ্যসভায় পেশ ওয়াকফ বিল সংক্রান্ত জেপিসি রিপোর্ট প্রভাব বাড়াচ্ছে চিন, বেজিং যাচ্ছেন বিএনপি-সহ ২২ সদস্যের দল জার্মানিতে রক্ষণশীল দলের জয়, উচ্ছসিত ট্রাম্প বিধ্বস্ত গাজা পুনর্নির্মাণই সমাধানের পথ: জর্ডান পররাষ্ট্রমন্ত্রী পোপ ফ্রান্সিসের আরোগ্য কামনা আল-আজহারের গ্র্যান্ড ইমামের এখনও সুড়ঙ্গে আটক ৮জন, ফিরে আসছে অতীত দুর্ঘটনার স্মৃতি আম্বেদকর ও ভগৎ সিং-এর ছবি সরানোয় দিল্লি বিধানসভায় তুলকালাম মাহবুবুলকে হেনস্থা একটা সম্প্রদায়কে অপমানঃ হাফিজ জামাত ভেঙে নতুন রাজনৈতিক দল জেডিএফ শহরে বেপরোয়া বাসের দৌরাত্ম, সোমে তিনটি দুর্ঘটনা মৃত ২ মদ খেয়ে ইভটিজিং, পানাগড়ে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু চন্দনগরের তরুণীর

৩৭০ ধারা নিয়ে জম্মু ও কাশ্মীর বিধানসভার প্রথম অধিবেশনেই ধুন্ধুমার

রিপোর্টার:
  • শেষ আপডেট: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪

পুবের কলম, ওয়েব ডেস্কঃ টানা ছ’বছর পর আজ সোমবার থেকে জম্মু ও কাশ্মীরে শুরু হল বিধানসভা অধিবেশন। আর এই অধিবেশনের প্রথম দিনেই তুমুল হই-হট্টগোল। এ দিন সংবিধানের ৩৭০ ধারা অবলুপ্তির বিরোধিতা করে জম্মু কাশ্মিরের বিশেষ মর্যাদা ফেরানোর দাবিতে প্রস্তাব আনেন পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) বিধায়ক ওয়াহিদ পারা।

স্পিকার আব্দুর রহিম রাঠেরের কাছে এই প্রস্তাব জমা দিয়ে আলোচনার দাবি জানান ওয়াহিদ। এই প্রস্তাব জমা দেওয়ার পরই বিজেপির ২৮ জন বিধায়ক উঠে দাঁড়িয়ে বিরোধিতা করেন। শুরু হয় ধুন্ধুমার পরিস্থিতি। বিধানসভার নিয়ম ভাঙায় পিডিপি বিধায়ককে সাসপেন্ড করার দাবি জানান বিজেপি বিধায়করা।

বিধানসভার মধ্য বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হতেই স্পিকার বিক্ষুব্ধ বিধায়কদের তাদের আসন গ্রহন করার অনুরোধ করেন। কিন্তু অনুরোধ উপেক্ষা করেই হট্টগোল চালিয়ে যেতে থাকেন তাঁরা। এরপরেই বিধানসভায় নিয়ম লঙ্ঘনের দায়ে শ্যামলাল শর্মাকে সাসপেন্ড করেন স্পিকার।

বিজেপি বিধায়কদের বিক্ষোভ দেখে নিন্দায় সরব হয় ন্যাশনাল কনফারেন্সের বিধায়করা। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা বলেন, ‘এগুলো শুধু ক্যামেরায় দেখানোর জন্য করা হচ্ছে। একজন সদস্য ঠিক করবে না বিধানসভায় কীভাবে কাজ হবে বা কী নিয়ে আলোচনা হবে।’

উল্লেখ্য, ২০১৯ সালের ৫ আগষ্ট লোকসভায় ৩৭০ ধারা বিলোপের সিদ্ধান্ত পাস হয়। এর ছ’বছর পর কাশ্মীরে নির্বাচন হয়। ক্ষমতায় আসে এনসি-কংগ্রেস জোট। মুখ্যমন্ত্রী হয়েছেন ওমর আবদুল্লা।

 

 

এই সংক্রান্ত আরও খবর
Copyright © 2025 Puber Kalom All rights reserved.
Developed By eTech Builder