ভারত জোড়ো যাত্রার মাঝে জোড়া বিস্ফোরণে কেঁপে উঠল উপত্যকা, গুরুতর আহত ৬

- আপডেট : ২১ জানুয়ারী ২০২৩, শনিবার
- / 15
পুবের কলম ওয়েবডেস্ক: রাজৌরির পর এবার নরওয়াল। জোড়া বিস্ফোরণে কেঁপে উঠলো জম্মু-কাশ্মীর। এই ঘটনায় এখনও পর্যন্ত ৬ জন গুরুতর জখম হয়েছে। জম্মুর অতিরিক্ত পুলিশ সুপার মুকেশ সিং এই ঘটনা নিশ্চিত করেছেন। তবে কে বা কারা, কী উদ্দেশে বিস্ফোরণ ঘটিয়েছে, তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
সামনেই প্রজাতন্ত্র দিবস, তারপর জম্মুতে শুরু হয়েছে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা, এর মাঝেই এই বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। উল্লেখ্য, রাহুল গান্ধির যাত্রা শুক্রবার থেকেই জম্মু ও কাশ্মীরে রয়েছে। আগামী ৩০ জানুয়ারি শ্রীনগরে এই যাত্রা শেষ হওযার কথা। মিছিলে অংশগ্রহণকারীরা শনিবার বিশ্রাম নিয়ে রবিবার থেকে আবারও যাত্রা শুরু করবে বলেই সূত্রের খবর।
সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মুকেশ সিং জানিয়েছেন, নরওয়ালের যে এলাকায় জোড়া বিস্ফোরণ হয়েছে, সেটি শহরের বাণিজ্যিক কেন্দ্র বলে পরিচিত। পাশাপাশি, ওই এলাকায় গাড়ি মেরামতির ও গাড়ির যন্ত্রাংশের অসংখ্য দোকান রয়েছে। যেখানে দিনভর ব্যস্ততা লেগেই থাকে। শনিবার এই ব্যস্ত এলাকায় আইইডি বিস্ফোরণ হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান।
এদিনের বিস্ফোরণে আহত ছয় জনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক। গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ ও সেনা। এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। প্রতিটি গাড়িতে চলছে তল্লাশি অভিযান। জারি হয়েছে হাই অ্যালার্ট। ঘটনাস্থলে রয়েছে ফরেনসিক দল। আহতদের জন্য ক্ষতিপূরণ বাবদ ৫০ হাজার টাকা করে ঘোষণা করেছেন লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা।
J&K | Twin blasts occurred in Narwal area of Jammu, 6 people injured. Details awaited. pic.twitter.com/TYkiUoLnCP
— ANI (@ANI) January 21, 2023