মধ্যরাতে রেল লাইনে সমস্যা, দুর্ঘটনা থেকে রক্ষা পেল লোকাল ট্রেন

- আপডেট : ৮ জুন ২০২৩, বৃহস্পতিবার
- / 9
নাজির হোসেন লস্কর: বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল এবার লোকাল ট্রেন। বুধবার মধ্যরাতে শিয়ালদহ দক্ষিণ শাখার বারুইপুরের ঘটনা। একটি মালবাহী ট্রেন ডাউন লাইন থেকে আপ লাইনে যাওয়ার সময় বিকট শব্দ হয়। দ্রুত রেল কর্মীদের নজরে আসে, দেখা যায় লাইনের উপর সমস্যা। দুর্ঘটনা থেকে রক্ষা পায় লোকাল ট্রেনের যাত্রীরা। এই সমস্যার জেরে শিয়ালদা দক্ষিণ শাখার শেষ লক্ষ্মীকান্তপুর ও ডায়মন্ড হারবার লোকাল দুটি পরপর দাঁড়িয়ে পড়ে।
রেল লাইনের ট্রাক পরিবর্তনের পয়েন্টে সমস্যার কারণে ডাউন শেষ লক্ষ্মীকান্তপুর লোকালটি বারুইপুর স্টেশনে ঢোকার মুখেই দাঁড়িয়ে যায়। এখানেই তৈরি হয় আরও এক বিপত্তি। দাঁড়িয়ে থাকা ডাউন ট্রেনের শেষের দিকের চতুর্থ কামরা বরাবর রেলগেটও বন্ধ রাখতে বাধ্য হয়। ফলে রেলগেটের দু-প্রান্তের রাস্তা জুড়ে দাঁড়িয়ে পড়ে সারি সারি গাড়ি। এদিকে, বাড়ি ফেরার মুহূর্তে মাঝপথে ট্রেন আটকে যাওয়ায় অতিষ্ঠ হয়ে ওঠে নিত্যযাত্রীরা। এ বিষয়ে বারুইপুরের স্টেশন মাস্টার জানান, ডাউন লাইনের পয়েন্টে কিছু সমস্যা নজরে আসে রেলকর্মীদের। জরুরিভিত্তিতে কাজ চলছে। তখন ঘড়ির কাঁটা রাত ১টার ঘরে।
স্থানীয়দের কথায়, বারুইপুর ৪ নম্বর প্ল্যাটফর্ম থেকে বুধবার রাত ১১টার পরপরেই একটি মালবাহী ট্রেন আপ লাইনে যাওয়ার পথে রেললাইনে বিকট শব্দ হয়। তখনই মনে হয় ট্রাক পরিবর্তনের পয়েন্টে কিছু সমস্যা দেখা দেয়। রেলকর্মীরা দ্রুত লাইন পরীক্ষা করে এবং পয়েন্টে সমস্যা নজরে পড়ে তাদের। এদিকে ডাউন শেষ লক্ষ্মীকান্তপুর লোকালের বারুইপুরে স্টেশনে ঢোকার কথা রাত ১১টা ৫০ নাগাদ, যেটি দাঁড়িয়ে পড়ে প্ল্যাটফর্মে ঢোকার আগেই। প্রায় ঘণ্টা আড়াই গলদগর্ম অবস্থা যাত্রীদের। রেলকর্মীদের গ্রিন সিগনাল পাওয়ার পর রাত ২ টো বেজে ৫ মিনিটে বারুইপুর স্টেশনে ঢোকে ডাউন শেষ লক্ষ্মীকান্তপুর লোকাল। হাপ ছেড়ে বাঁচেন যাত্রীরা।