১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

গোবিন্দপুরে কমিউনিটি হলের উদ্বোধন যেন ঈদের সওগাত

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২১ এপ্রিল ২০২৩, শুক্রবার
  • / 4

কমিউনিটি হলের ছবি

এস জে আব্বাস, শক্তিগড়: বর্ধমান-২ ব্লকের  গোবিন্দপুর কেশব্যা পাড়ায় রাজ্যের সংখ্যালঘু দপ্তর থেকে প্রাপ্ত ৭০ লক্ষ টাকা ব্যয়ে একটি কমিউনিটি হলের উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক,  বর্ধমান ২ ব্লকের বিডিও সুবর্ণা মজুমদার, বর্ধমান ২ পঞ্চায়েত সমিতির  সভাপতি অরুণ গোলদার,  কৃষি কর্মাধ্যক্ষ পরমেশ্বর কোনার,  বিদ্যুৎ কর্মধ্যক্ষ সনৎ মন্ডল, জেলা পরিষদের সদস্যা মিতালী বাগ, সমাজসেবী শরিফুল মন্ডল,মহ.মহসিন, গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মধুছন্দা রায়, উপপ্রধান তুহিন কোনার  প্রমুখ।

গোবিন্দপুরে কমিউনিটি হলের উদ্বোধন যেন ঈদের সওগাত
কমিউনিটি হলের চাবি তুলে দিচ্ছেন বিধায়ক এবং বিডিও

বিডিও সুবর্ণা মজুমদার বলেন,  ‘দ্বিতল বিশিষ্ট এই কমিউনিটি হলটি এলাকার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে কাজে লাগবে এবং এলাকার সংস্কৃতি চর্চার ভীত মজবুত হবে।”

বিধায়ক নিশীথ কুমার মালিক জানান , ‘এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল এমন একটি হল তৈরি করার জন্য। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় তৎকালীন পঞ্চায়েত সমিতির সভাপতি স্বর্গীয় শ্যামল দত্তের অসম্পূর্ণ স্বপ্ন ও এলাকাবাসীর দাবির সফল রূপায়ণ করতে পেরে আমরা খুবই খুশি।’

গোবিন্দপুরে কমিউনিটি হলের উদ্বোধন যেন ঈদের সওগাত
অনুষ্ঠানের ছবি

এদিনের অনুষ্ঠানে বিধায়ক নিশীথ কুমার মালিক ও বিডিও সুবর্ণা মজুমদার এই হলের চাবি তুলে দেন সমাজসেবী মহ মহসিন এর হাতে।

এলাকাবাসীরা জানান, ‘ঈদের আগে এই প্রাপ্তি যেন ইদের সওগাত। আমরা মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ।”

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গোবিন্দপুরে কমিউনিটি হলের উদ্বোধন যেন ঈদের সওগাত

আপডেট : ২১ এপ্রিল ২০২৩, শুক্রবার

এস জে আব্বাস, শক্তিগড়: বর্ধমান-২ ব্লকের  গোবিন্দপুর কেশব্যা পাড়ায় রাজ্যের সংখ্যালঘু দপ্তর থেকে প্রাপ্ত ৭০ লক্ষ টাকা ব্যয়ে একটি কমিউনিটি হলের উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক,  বর্ধমান ২ ব্লকের বিডিও সুবর্ণা মজুমদার, বর্ধমান ২ পঞ্চায়েত সমিতির  সভাপতি অরুণ গোলদার,  কৃষি কর্মাধ্যক্ষ পরমেশ্বর কোনার,  বিদ্যুৎ কর্মধ্যক্ষ সনৎ মন্ডল, জেলা পরিষদের সদস্যা মিতালী বাগ, সমাজসেবী শরিফুল মন্ডল,মহ.মহসিন, গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মধুছন্দা রায়, উপপ্রধান তুহিন কোনার  প্রমুখ।

গোবিন্দপুরে কমিউনিটি হলের উদ্বোধন যেন ঈদের সওগাত
কমিউনিটি হলের চাবি তুলে দিচ্ছেন বিধায়ক এবং বিডিও

বিডিও সুবর্ণা মজুমদার বলেন,  ‘দ্বিতল বিশিষ্ট এই কমিউনিটি হলটি এলাকার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে কাজে লাগবে এবং এলাকার সংস্কৃতি চর্চার ভীত মজবুত হবে।”

বিধায়ক নিশীথ কুমার মালিক জানান , ‘এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল এমন একটি হল তৈরি করার জন্য। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় তৎকালীন পঞ্চায়েত সমিতির সভাপতি স্বর্গীয় শ্যামল দত্তের অসম্পূর্ণ স্বপ্ন ও এলাকাবাসীর দাবির সফল রূপায়ণ করতে পেরে আমরা খুবই খুশি।’

গোবিন্দপুরে কমিউনিটি হলের উদ্বোধন যেন ঈদের সওগাত
অনুষ্ঠানের ছবি

এদিনের অনুষ্ঠানে বিধায়ক নিশীথ কুমার মালিক ও বিডিও সুবর্ণা মজুমদার এই হলের চাবি তুলে দেন সমাজসেবী মহ মহসিন এর হাতে।

এলাকাবাসীরা জানান, ‘ঈদের আগে এই প্রাপ্তি যেন ইদের সওগাত। আমরা মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ।”