যোগী রাজ্যে ফের নারী নির্যাতনের ঘটনা, দলিত নাবালিকাকে গণধর্ষনের অভিযোগ
- আপডেট : ১৩ অগাস্ট ২০২২, শনিবার
- / 10
পুবের কলম ওয়েবডেস্কঃ যোগীরাজ্যে ফের সামনে এল নারী নির্যাতনের ঘটনা। ১৪ বছরের এই দলিত নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে তিন যুবকের বিরুদ্ধে। ২০ বছর বয়সী ওই তিন তরুণ ওই নাবালিকাকে জোর করে একটি নির্জন জায়গায় নিয়ে যায় এবং ওই দলিত নাবালিকার ওপর নির্যাতন করে বলে অভিযোগ।
পুলিশ সুপার (এসপি) ইলামারন জি বলেছেন, মেয়েটির পরিবারের সদস্যদের দায়ের করা অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়ের করা হয়েছে এবং ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে চিরুনি তল্লাশী। গৌরীগঞ্জ থানার পুলিশ জানিয়েছে ওই নির্যাতিতা নাবালিকা শুক্রবার রাত ১০ টার নাগাদ একটি বাগানে গিয়েছিল, যেখানে তাদের২০বছর বয়সী তিন যুবক তাকে জোর করে একটি নির্জন জায়গায় নিয়ে যায় এবং ওই নাবালিকার ওপর নির্যাতন চালায়। যোগী রাজ্যে অবশ্য নিম্নবর্ণের ওপর উচ্চবর্ণের এই হেন অত্যাচার কোন নতুন ঘটনা নয়। বারাণসীতে ১৪ বছর বয়সী একটি দলিত বালককে নির্মভাবে মারধর করে উচ্চবর্ণের হিন্দুরা। মৃতের বাবা পাপ্পু রামের দায়ের করা অভিযোগ অনুসারে, “আমার ছেলে বিজয় কুমার গৌতম কয়েক দিন আগে একটি দোকানে গিয়েছিল যেখানে মালিক – গুড্ডু সিং – তার বন্ধু পাকরু সিং, সৌরভ সিং এবং শিবম সিং-এর সঙ্গে। গৌতমের বিরুদ্ধে আম ও চাল চুরির অভিযোগ। তারপর তারা আমার ছেলেকে নির্দয়ভাবে মারধর করে যতক্ষণ না সে অজ্ঞান হয়ে পড়ে।”নারী নির্যাতন, দলিতদের ওপর উচ্চবর্ণের পাশবিক নির্যাতন বারংবার খবরের শিরোনামে উঠে এলেও হুঁশ ফেরেনা প্রশাসনের।