১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ঈদের আগে বর্ধিত বোনাস মুসলিম কর্মচারীদের

ইমামা খাতুন
  • আপডেট : ১৬ এপ্রিল ২০২৩, রবিবার
  • / 7

পুবের কলম প্রতিবেদক: রাজ্য সরকার আগেই জানিয়ে দিয়েছিল যে সরকারি কর্মচারীদের অ্যাড হক বোনাস বাড়ানো হচ্ছে। সেই মতো ঈদের আগে  সেই বর্ধিত হারে অ্যাড হক বোনাস পেলেন রাজ্যের সরকারি কর্মীদের একাংশ। রাজ্যের অর্থ দফতরের সূত্রে জানা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ঈদের আগেই রাজ্যের কয়েক হাজার মুসলিম সম্প্রদায়ের সরকারি কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে বোনাসের টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে। সরকারি কর্মীরা ছাড়াও গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, শিলিগুড়ি মহকুমা পর্ষদ, জিটিএ এবং ডিআরডিসি-তে কর্মরত মুসলিম কর্মচারীরা মাথাপিছু ৫,৩০০ টাকা করে অ্যাড হক বোনাস পাচ্ছেন। গতবছর অ্যাড হক বোনাসের অঙ্ক ছিল ৪,৮০০ টাকা। এ বার তা ৫০০ টাকা বাড়ানো হয়েছে।

রাজ্যের অর্থ দফতরের আধিকারিকদের দাবি, বাম সরকারের আমলে খুব সামান্য অ্যাড হক বোনাস পেতেন সরকারি কর্মীরা। ২০০২ সালে বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার ১,০০০ টাকা বোনাস ঘোষণা করেছিল। যার প্রতিবাদে মহাকরণে বিক্ষোভ দেখিয়েছিলেন কর্মীরা। বাম সরকার বিদায় নেওয়ার আগে রাজ্যের সরকারি কর্মীদের অ্যাড হক বোনাসের অঙ্ক ছিল ২,০০০ টাকা। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর বোনাসের অঙ্ক বাড়িয়ে ২,১০০ টাকা করা হয়। সেটাই বাড়তে বাড়তে ২০২২ সালে হয়েছিল ৪,৮০০ টাকা। আর এ বার তা আরও ৫০০ টাকা বেড়ে হলো ৫,৩০০। যাঁদের বেতন মাসিক ৩৮ হাজার টাকার মধ্যে ছিল, গত বছর পর্যন্ত তাঁরাই এই বোনাস পেতেন। এ বছর বেতনের ঊর্ধ্বসীমা হয়েছে ৩৯ হাজার টাকা। তাই গতবারের থেকে এবার আরও বেশি পরিমাণে রাজ্য সরকারি কর্মচারীরা এই বোনাস পেয়েছেন বা পেতে চলেছেন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ঈদের আগে বর্ধিত বোনাস মুসলিম কর্মচারীদের

আপডেট : ১৬ এপ্রিল ২০২৩, রবিবার

পুবের কলম প্রতিবেদক: রাজ্য সরকার আগেই জানিয়ে দিয়েছিল যে সরকারি কর্মচারীদের অ্যাড হক বোনাস বাড়ানো হচ্ছে। সেই মতো ঈদের আগে  সেই বর্ধিত হারে অ্যাড হক বোনাস পেলেন রাজ্যের সরকারি কর্মীদের একাংশ। রাজ্যের অর্থ দফতরের সূত্রে জানা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ঈদের আগেই রাজ্যের কয়েক হাজার মুসলিম সম্প্রদায়ের সরকারি কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে বোনাসের টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে। সরকারি কর্মীরা ছাড়াও গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, শিলিগুড়ি মহকুমা পর্ষদ, জিটিএ এবং ডিআরডিসি-তে কর্মরত মুসলিম কর্মচারীরা মাথাপিছু ৫,৩০০ টাকা করে অ্যাড হক বোনাস পাচ্ছেন। গতবছর অ্যাড হক বোনাসের অঙ্ক ছিল ৪,৮০০ টাকা। এ বার তা ৫০০ টাকা বাড়ানো হয়েছে।

রাজ্যের অর্থ দফতরের আধিকারিকদের দাবি, বাম সরকারের আমলে খুব সামান্য অ্যাড হক বোনাস পেতেন সরকারি কর্মীরা। ২০০২ সালে বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার ১,০০০ টাকা বোনাস ঘোষণা করেছিল। যার প্রতিবাদে মহাকরণে বিক্ষোভ দেখিয়েছিলেন কর্মীরা। বাম সরকার বিদায় নেওয়ার আগে রাজ্যের সরকারি কর্মীদের অ্যাড হক বোনাসের অঙ্ক ছিল ২,০০০ টাকা। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর বোনাসের অঙ্ক বাড়িয়ে ২,১০০ টাকা করা হয়। সেটাই বাড়তে বাড়তে ২০২২ সালে হয়েছিল ৪,৮০০ টাকা। আর এ বার তা আরও ৫০০ টাকা বেড়ে হলো ৫,৩০০। যাঁদের বেতন মাসিক ৩৮ হাজার টাকার মধ্যে ছিল, গত বছর পর্যন্ত তাঁরাই এই বোনাস পেতেন। এ বছর বেতনের ঊর্ধ্বসীমা হয়েছে ৩৯ হাজার টাকা। তাই গতবারের থেকে এবার আরও বেশি পরিমাণে রাজ্য সরকারি কর্মচারীরা এই বোনাস পেয়েছেন বা পেতে চলেছেন।