পুবের কলম, ওয়েবডেস্ক:
ব্যাট করছে ‘INDIA’
⇐ ৭.২ ওভার ৫০ রানের গণ্ডি পার করল টিম ইন্ডিয়া।
⇐ রোহিতের ব্যাটে ছক্কা দিয়ে হাফসেঞ্চুরিতে পৌঁছে গেল ভারত।
⇐ ৬.২ ওভার শুভমানের ক্যাচ মিস করলেন ড্যারিল মিচেল।
⇐ অন্যদিকে রোহিতের ঝড় অব্যাহত।
⇐ ভারতের রান কোনও উইকেট না হারিয়ে ৪০।
⇐ ৫০ ওভার আড়াইশোর গণ্ডি পার করল নিউজিল্যান্ড।
⇐ শেষবেলায় লড়াকু হাফসেঞ্চুরি ব্রেসওয়েলের।
⇐ ৬ উইকেট হারিয়ে নিউজিল্যান্ড করে ২৫১ রান।
⇐ ৫ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের রান ১৮৬।
⇐ ৪৫.৪ ওভার শামির বলে ক্যাচ দিয়ে ফিরলেন ড্যারিল মিচেল।
⇐ ১০০ বলে ৬২ রান করে ফেরেন কিউয়ি ব্যাটার।
⇐ নিউজিল্যান্ডের রান ৬ উইকেট হারিয়ে ২১১।
⇐ ৪১.৫ ওভার ৫০ রানে পৌঁছলেন ড্যারিল মিচেল। ⇐
⇐ লড়াই চালিয়ে যাচ্ছে নিউজিল্যান্ড ⇐
⇐ ৫ উইকেট হারিয়ে তাদের রান ১৭৮ ⇐
⇐ ৫ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের রান ১৬৫ ⇐
⇐ ৩৭.৫ ওভারে সোজা বোল্ড হয়ে ফিরলেন গ্লেন ফিলিপস ⇐
⇐ ৩৬ ওভার মিচেলের ক্যাচ মিস করলেন শুভমান গিল। এর আগে তাঁরই ক্যাচ মিস করেন অধিনায়ক রোহিত শর্মা ⇐
⇐ ৩৪.৩ ওভার দেড়শো রানের গণ্ডি অতিক্রম করল নিউজিল্যান্ড। জাদেজা-অক্ষরদের স্পিন ঘূর্ণি সামলে ব্যাট করছেন গ্লেন ফিলিপস ও ড্যারিল মিচেল ⇐
⇐ জাডেজার বলে এলবিডব্লিউ লাথাম। ৩০ বলে ১৪ রান করে আউট হলেন তিনি। ৩৩ রানের জুটি ভেঙে দিলেন জাডেজা। ৩০ বলে ১৪ রান করে ফেরেন তিনি। রিভিউ নিয়েও শেষরক্ষা হয়নি। ⇐
⇐ ২৩.২ ওভারে ৪ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের রান ১০৪ ⇐
read more: রক্তাক্ত সিরিয়া, দু’দিনে মৃত হাজারেরও বেশি
⇐ দীর্ঘ ৮ বছর পর ফের চ্যাম্পিয়েন্স ট্রফির আসর বসেছে। ৮ দলের মধ্যে তুমুল লড়াইয়ের পর ফাইনালে IND vs NZ। এই ম্যাচ উভয়ের কাছেই রিভেঞ্জের। ২০১৯ বিশ্বকাপ, ২০২১ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে নিউজিল্যান্ডের কাছে থেমে গিয়েছিল ভারতের ট্রফি জয়ের স্বপ্ন। ২০২৩ বিশ্বকাপ সেমিফাইনালে ভারতের কাছে হারতে হয় কেন উইলিয়ামসনদের। রবিবার শেষ হাসি হাসবে কে? কার হাতে উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফি? অপেক্ষা শুধু সময়ের।⇐