বীরভূমে নির্দল প্রার্থীর স্বামীর মৃতদেহ উদ্ধার, ঘটনায় চাঞ্চল্য

- আপডেট : ৬ জুলাই ২০২৩, বৃহস্পতিবার
- / 24
কৌশিক সালুই বীরভূম:– গ্রাম পঞ্চায়েতের নির্দল প্রার্থীর স্বামীর অস্বাভাবিক মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বীরভূমের মহ: বাজার থানার সেরেন্দা গ্রামে। ঘটনাই এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তি হলেন দিলীপ মাহারা, বয়স ৪৮ বছর। এদিন সকালে সেরেন্ডা গ্রাম থেকে চন্দ্রপুর গ্রাম যাওয়ার রাস্তার কুরুপুকুর থেকে তার অস্বাভাবিক মৃতদেহ উদ্ধার হয়। তার স্ত্রী ছবি মাহারা এবছর গ্রাম পঞ্চায়েত নির্বাচনে স্থানীয় সংসদ থেকে নির্দল প্রার্থী হিসেবে ভোটে লড়াই করছেন। এদিকে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয় মৃত ব্যক্তি তাদের বুথ সহ-সভাপতি ছিলেন। যদিও ওই বুথে বিজেপির সারদা সাহা গ্রাম পঞ্চায়েতে লড়াই করছেন। এদিকে ঘটনার পর বিজেপি আন্দোলন শুরু করে।
পুলিশ কুকুরের দাবি জানিয়ে মৃতদেহ আটকে রেখে দীর্ঘক্ষণ আন্দোলন করে। অন্যদিকে জাতীয় সড়ক অবরোধ করেন তারা। পুলিশ কুকুর এসে ঘটনাস্থল থেকে ৩০০ মিটার দূরে এক ব্যক্তির বাড়িতে যায়। ওই বাড়ির মালিককে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করছে। এদিকে মৃতদেহ উদ্ধার করে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ময়না তদন্ত করে পরিবারের হাতে সৎকারের জন্য তুলে দেওয়া হয়।
পুলিশের প্রাথমিকভাবে অনুমান শ্বাসরোধ করে খুন করা হয়ে থাকতে পারে। ঘটনাস্থল থেকে একটি ব্যবহৃত কার্তুজ এর বুলেট উদ্ধার হয়েছে। যদিও মৃত ব্যক্তির শরীরে কোন বুলেটের আঘাত পাওয়া যায়নি প্রাথমিকভাবে।
বীরভূম জেলা পুলিশ সুপার রাজনারায়ণ চক্রবর্তী বলেন,” অস্বাভাবিক মৃতদেহ উদ্ধারের ঘটনায় এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে”।