আজাদি কা অমৃত মহোৎসব, ত্রিবর্ণ রঞ্জিত পাস্তা, স্যান্ডউইচে সেজেছে উত্তরপ্রদেশের এই রেস্তোরাঁ
- আপডেট : ১৩ অগাস্ট ২০২২, শনিবার
- / 9
পুবের কলম ওয়েবডেস্কঃ ১৪ অগস্ট মধ্যরাতে দেশ জুড়ে উদযাপিত হবে স্বাধীনতা দিবসের ৭৫ বছর উদযাপন। ” আজাদি কা অমৃত মহোৎসব ” শিরোনামে বছরভর চলছে নানা অনুষ্ঠান।
উত্তরপ্রদেশের গোরখপুরের একটি রেস্তোরাঁ এই উপলক্ষে অভিনব খাদ্যসম্ভারের আয়োজন করেছে। ফ্রায়েড রাইস, পাস্তা, স্যান্ডউইচ সবই ভারতের জাতীয় পতাকার। রঙে রাঙিয়ে তোলা হয়েছে। অভিনব এই আয়োজন চেখে দেখতে ভিড় জমাচ্ছেন খাদ্যরসিকরাও।
ত্রিবর্ণ পতাকা, জাতীয় সঙ্গীত, কুচকাওয়াজ এবং অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করার জন্য দেশজুড়ে মানুষ প্রস্তুত হচ্ছে। রেস্তোরাঁ এবং হোটেলগুলিও এই চেতনা বজায় রাখতে তাদের অভ্যন্তরীণ মেনু নতুন করে সাজিয়েছে উত্তরপ্রদেশের এই রেস্তরাঁ।
Uttar Pradesh | A restaurant in Gorakhpur provides dishes to the customers in tricolour on the occasion of 75th year of independence. pic.twitter.com/zxaJpG36HC
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) August 10, 2022