পুবের কলম, ওয়েবডেস্ক: মায়ানমার এবং বাংলাদেশে রাজনৈতিক অনিশ্চয়তা কারণে ভারতের সঙ্গে রেল যোগাযোগের প্রকল্পগুলি থমকে গিয়েছে। এঅবস্থায় প্রতিবেশী ভুটানের সঙ্গে নতুন একটি রেললাইন সংযোগ স্থাপনের উদ্যোগ নিচ্ছে নয়াদিল্লি। সূত্রের খবর, প্রস্তাবিত ৬৯ কিলোমিটার নতুন রেল যোগাযোগে খরচ হবে ৩,৫০০ কোটি টাকা। অসমের কোকরাঝাড় শহরকে ভুটানের গেলফু শহরের সঙ্গে সংযুক্ত করবে এই নয়া রেলপথ। এই প্রকল্পের মধ্যে রয়েছে বালাজান, গরুভাসা, রুনিখাতা, শান্তিপুর, দাদগিরি এবং গেলফু (ভুটানে) ছয়টি নতুন স্টেশনের উন্নয়ন। এছাড়াও অবকাঠামো পরিকল্পনায় দুটি গুরুত্বপূর্ণ সেতু, ২৯টি প্রধান সেতু, ৬৫টি ছোট সেতু, একটি সড়ক ওভারব্রিজ, ৩৯টি সড়ক আন্ডারব্রিজ এবং ১১ মিটার দৈর্ঘ্যের দুটি ভায়াডাক্ট অন্তর্ভুক্ত রয়েছে। গুয়াহাটির উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে সদর দপ্তরের প্রধান জনসংযোগ কর্মকর্তা কপিঞ্জল কিশোর শর্মা বলেন, সমস্ত সমীক্ষা সম্পন্ন হয়েছে এবং বিস্তারিত প্রকল্পের জন্য আরও অনুমোদন এবং প্রয়োজনীয় নির্দেশনার জন্য কাগজপত্র জমা দেওয়া হয়েছে। প্রস্তাবিত রেলপথটি দুই দেশের মধ্যে বাণিজ্য, পর্যটন এবং সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধির মাধ্যমে ভারত-ভুটান সম্পর্ককে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করবে। এটি যোগাযোগ ব্যবস্থাকেও উন্নত করবে। এছাড়া ভুটানকে তার প্রথম রেল যোগাযোগ প্রদান করবে। পাশাপাশি রেলপথটি আসামের বোড়োল্যান্ড অঞ্চলকে একটি বাণিজ্য ও পরিবহন কেন্দ্র হিসেবে পরিচিতি দেবে।
অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সম্প্রতি বলেছেন, সামগ্রিকভাবে অসম-ভুটান রেলপথ বোড়োল্যান্ডের অর্থনীতি এবং যোগাযোগকে উন্নত করবে এবং উন্নয়নের পথ প্রশস্ত করবে।