ভারত-পাক মহারণ: মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী

রিপোর্টার:
  • শেষ আপডেট: রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

পুবের কলম,ওয়েবডেস্ক: মরুদেশে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী। একদিকে সেমিতে ওঠার লড়াই রোহিতদের , অন্যদিকে  টিকে থাকার লড়াই রিজওয়ানদের। কে হাসবে শেষ হাসি? অপেক্ষা শুধু সময়ের। দেখে নিন ভারত-পাক মহারণের এক ঝলক

LIVE MATCH

♦ দ্বিতীয় ওভারে হর্ষিত রানাও একটি ওয়াইড দিলেন। আপাতত পাকিস্তানের স্কোরবোর্ডে ২৫ রান।

♦ এখনও পর্যন্ত  ২২ রান করেছে পাকিস্তান।  ৪ ওভারে বাবরের ঝুলিতে ১০ আর ইমামের ঝুলিতে ৬ রান এসেছে। অতিরিক্ত ৬ রান ওয়াইড বলের জন্য প্রাপ্ত হয়েছে।

প্রথম ওভারেই পাঁচটি ওয়াইড করলেন ভারতের পেসার। চাপে শামি

পাকিস্তানের হয়ে ওপেনে ইমাম-বাবর

♦  পাকিস্তানের সঙ্গে ভারতের ম্যাচের প্রথম একাদশে সুযোগ পেলেন না ঋষভ পন্ত। আপাতত তাঁকে রিজার্ভ বেঞ্চেই বসে থাকতে হচ্ছে। তবে ক্রীড়া বিশেষজ্ঞ মহলের মতে, পন্তের মতো বিধ্বংসী মেজাজের ক্রিকেটার যে কোনও দলের প্রথম একাদশে জায়গা করে নেবেন। তবে কম্বিনেশনের স্বার্থে ঋষভকে বসে থাকতে হচ্ছে টিম ইন্ডিয়ার রিজার্ভ বেঞ্চে।

♦ ভারতের প্রথম একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, অক্ষর প্যাটেল, কে এল রাহুল, হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা, কুলদীপ যাদব, মুহাম্মদ শামি।

♦ পাকিস্তান প্রথম একাদশ: মুহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), বাবর আজম, ইমাম-উল-হক, সউদ শাকিল, সলমন আঘা, তাইয়ান তাহির, খুশদিল শাহ, শাহিন আফ্রিদি, নাসিম শাহ, হ্যারিস রউফ, আবরার আহমেদ।

এই সংক্রান্ত আরও খবর
Copyright © 2025 Puber Kalom All rights reserved.
Developed By eTech Builder