পুবের কলম, চাকরি ডেস্ক: চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর! ২১ হাজার ৪১৩ টি বেশি শূন্যপদে নতুন করে কর্মী ও আধিকারিক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ডাকবিভাগ। জানানো হয়েছে, একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে। ইন্ডিয়া পোস্টের অফিসিয়াল ওয়েবসাইটে সংশ্লিষ্ট বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া। যা পুরোপুরি অনলাইনেই হবে বলে খবর। নিম্নোক্ত ইমেল আইডিতে গিয়ে আবেদন জানাতে পারবেন যোগ্য প্রার্থীরা। indiapostgdsonline.gov.in।
ডাক বিভাগে গ্রামীণ ডাক সেবক (জিডিএস)-এর বিভিন্ন পদে দেশের বিভিন্ন অঞ্চলে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্যপদের সংখ্যা ২১,৪১৩। জিডিএস-এর অধীনে যে সমস্ত পদমর্যাদায় কাজের সুযোগ পাবেন নিযুক্তরা, সেগুলি হল, ব্রাঞ্চ পোস্টমাস্টার (বিপিএম), অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার (এবিপিএম) এবং ডাক সেবক।
গ্রামীণ ডাকসেবক পদে নিয়োগের ক্ষেত্রে আগ্রহী প্রার্থীদের ন্যূনতম মাধ্যমিক স্তরে উত্তীর্ণ হয়ে থাকতে হবে। পাশাপাশি একটি স্বীকৃত বোর্ডের অধীনে অঙ্ক, ইংরেজি এবং মাতৃভাষার মতো বিষয় নিয়ে উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে প্রার্থীর।
১৮ বছর থেকে ৪০ বছর বয়সী সমস্ত প্রার্থীই এই পদের জন্য আবেদন করতে পারবেন। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে।
এই গ্রামীণ ডাকসেবকের জন্য আবেদন করতে গেলে নির্ধারিত ক্যাটাগরির প্রার্থীদের আবেদনের ফি হিসেবে ১০০ টাকা জমা দিতে হবে। তবে বিশেষভাবে সক্ষম ও ট্রান্সওমেন প্রার্থীদের কোনো আবেদনের ফি দিতে হবে না।ওবিসিরাও আবেদন জানাতে পারবে। তবে সেক্ষেত্রে সেন্ট্রাল ওবিসি নিয়মানুযায়ী নিয়োগ করবে ডাকবিভাগ।
মাধ্যমিকের নম্বরের ভিত্তিতে গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগ করা হবে । কোনওরকম লিখিত পরীক্ষায় বসতে হবে না। সেকেন্ডারি স্কুলের বোর্ড পরীক্ষায় অর্থাৎ দশম শ্রেণির চূড়ান্ত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে এই মেধাতালিকা তৈরি করা হবে। মূলত ৪ ডেসিমালের শতাংশের ভিত্তিতে এই মেধাতালিকায় নম্বর যোগ করা হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জানার জন্য ভিজিট করুন ভারতীয় ডাক বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে indiapostgdsonline.gov.in।
গ্রামীণ ডাকসেবক পদের জন্য আবেদনের প্রক্রিয়া বিগত ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। আবেদনের শেষ দিন আগামী ৩ মার্চ। আবেদনপত্রে কোনও ভুল থাকলে তা সংশোধন করা যাবে ৬ থেকে ৮ মার্চের মধ্যে
১) শাখা পোস্টমাস্টার পদে ১২,০০০/- টাকা থেকে সর্বোচ্চ ২৯,৩৮০/- টাকা
২) সহকারী পোস্টমাস্টার পদে ১০,০০০/- টাকা থেকে সর্বোচ্চ ২৪,৪৭০/- টাকা
৩) ডাক সেবক পদে ১০,০০০/- টাকা থেকে সর্বোচ্চ ২৪,৪৭০/- টাকা পর্যন্ত মাসিক বেতন দেওয়া হবে।
স্প্যাম কল-মেসেজে বিরক্ত গ্রাহক, রাশ টানতে কড়া নিয়ম ট্রাইয়ের