আলোচনায় মিটবে বাণিজ্য চুক্তির সমস্যা: Randhir Jaiswal

- আপডেট : ২১ মার্চ ২০২৫, শুক্রবার
- / 43
নয়াদিল্লি, ২১ মার্চ: মার্কিন প্রেসিডেন্ট ডোনান্ড ট্রাম্প ভারত-সহ বিভিন্ন দেশে বাণিজ্য শুল্ক বৃদ্ধির কথা ঘোষণা করেছেন। মার্কিন প্রেসিডেন্টের ঘোষণার পরই বিশ্বজুড়ে সমালোচনার ঝড় ওঠে। এরপরই শুক্রবার দু’দেশের দ্বিপাক্ষিক চুক্তি নিয়ে মুখ খুললেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল (Randhir Jaiswal)। এ দিন রণধীর জয়সওয়াল (Randhir Jaiswal) জানিয়েছেন, “দুই দেশের সরকার এ বিষয় নিয়ে একসঙ্গে কাজ করছে। যাতে একটি সিদ্ধান্তে আসা যায়। বাণিজ্য চুক্তির পাশাপাশি শুল্ক যাতে কমানো হয় সেই দিকেও লক্ষ্য রাখা হচ্ছে।”
আরও পড়ুন: ইউটিউব দেখে নিজের পেট কেটে অস্ত্রোপচার যুবকের, সংকটজনক অবস্থায় ভর্তি হাসপাতালে
এর আগে একটি সংবাদ সংস্থাকে ট্রাম্প জানিয়েছিলেন, “ভারতের সঙ্গে সম্পর্ক ভাল হলেও একমাত্র সমস্যা হল ভারত বিশ্বের সর্বোচ্চ শুল্ক আরোপকারী দেশগুলির মধ্যে অন্যতম। আমার বিশ্বাস তারা এই শুল্ক কমিয়ে আনবে। অন্যথা ২ এপ্রিল আমরা তাঁদের উপর একই শুল্ক আরোপ করব।”
ট্রাম্প বারবার ভারতের উচ্চ শুল্কের সমালোচনা করেছেন। ভারতকে ‘শুল্কের রাজা’ বলেও সম্বোধন করেছেন। গত মাসের শুরুতে হোয়াইট হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যৌথ সম্মেলনে ট্রাম্প মন্তব্য করেছিলেন, “ভারত শুল্কের ক্ষেত্রে খুব শক্তিশালী দেশ। ভারতে কোনও জিনিস বিক্রি করা কঠিন কারণ তাদের বাণিজ্য বাধা রয়েছে। সেখানে শুল্কের হার খুব বেশি রয়েছে।” তবে এই বছরের শেষদিকে দুই দেশের মধ্যে বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে। ২০৩০ সালের মধ্যে মোট দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করে ৫০০ বিলিয়ন ডলারে উন্নীত করার পরিকল্পনা রয়েছে ওয়াশিংটন-নয়াদিল্লি। ভারত-মার্কিন যৌথ বিবৃতিতে বলা হয়েছে যে মোদি এবং ট্রাম্প ২০২৫ সালের শরৎকালের মধ্যে পারস্পরিকভাবে উপকারী, বহু-ক্ষেত্রের বিটিএর প্রথম পর্ব নিয়ে আলোচনার জন্য প্রতিনিধিদের মনোনীত করবে।