পুবের কলম ওয়েবডেস্ক: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দ্বিতীয় বার চ্যাম্পিয়ন হল ভারত। রবিবার মহিলাদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী টিম ইন্ডিয়া। ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নেমেছিল তারা। রবিবার ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে হারালেন নিকি প্রসাদেরা। প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকার করে ৮২ রান। জবাবে ১১.২ ওভারে ১ উইকেটে ৮৪ রান করে ভারতের।
কুয়ালালামপুরের ২২ গজে টস জিতে দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করতে নেমেছিল। কিন্তু, শুরু থেকেই তারা উইকেট হারাতে শুরু করে। মাইক ভ্যান ভার্স্ট দলের দলে সর্বাধিক ২৩ রান করেন। সবথেকে বড় কথা, প্রোটিয়া ব্রিগেডের ৪ ব্যাটার রানের খাতাই খুলতে পারেননি। অবশেষে মাত্র ৮২ রানে অলআউট হয়ে যায় গোটা দল।
ভারতের সফলতম বোলার গোঙ্গাদি তৃষা ১৫ রানে ৩ উইকেট নিয়েছেন। ৬ রানে ২ উইকেট পারুনিকা সিসোদিয়ার। ৯ রান খরচ করে ২ উইকেট আয়ুষী শুক্লের। এ ছাড়া ২৩ রানে ২ উইকেট বৈষ্ণবী শর্মার। ৭ রান দিয়ে ১ উইকেট শবনম শাকিলের।
বিশ্বকাপের জন্য ৮৩ রানের লক্ষ্যে ব্যাট ধরেন ওপেনার জি কমলীনি। অন্য ওপেনার তৃষা ৩৩ বলে ৪৪ রানের অপরাজিত ইনিংস খেলেন। তিন নম্বরে নামা সনিকা চালকে অপরাজিত থাকেন ২২ বলে ২৬ রান করে। দক্ষিণ আফ্রিকার কোনও বোলারকেই পাত্তা দেয়িন ভারতীয় ব্যাটারেরা।