৫ বছর ধরে পাক জেলে বন্দি ভারতীয় মৎস্যজীবী, নির্যাতনে আত্মহত্যা!

- আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার
- / 130
জৌনপুর: পাক জেলে মৃত্যু ভারতীয় মৎস্যজীবীর দেহ ফিরল দেশে। শুক্রবার ৪৯ বছর বয়সী মৎস্যজীবী ঘুরাহু বিন্দের দেহ ফিরেছে উত্তরপ্রদেশের জৌনপুর জেলার মছলিশহর তহসিলের বসিরাহা গ্রামে। প্রশাসন সূত্রে খবর, ২০২০ সালে গুজরাটের ওখা উপকূলের কাছে মাছ ধরার সময় পাকিস্তানের জলসীমায় ঢুকে পড়ায় মৎস্যজীবী বিন্দকে গ্রেফতার করে পাকিস্তান উপকূলরক্ষী বাহিনী। গত ৫ বছর ধরে পাক জেলে বন্দি ছিলেন উত্তরপ্রদেশের জৌনপুর জেলার বাসিন্দা বিন্দ। সম্প্রতি পাক জেলে রহস্যজনকভাবে মৃত্যু হয় ভারতীয় মৎস্যজীবীর। জৌনপুরের জেলা শাসক দীনেশ চন্দ্র জানিয়েছেন, পাকিস্তানের জেলে রহস্যজনকভাবে মৃত্যুর পরে শুক্রবার মৎস্যজীবীর দেহ তার গ্রামে ফিরেছে। এদিন ওয়াঘা সীমান্তে দিয়ে দেহটি গ্রহণ করা হয়েছে।
নিহতের পরিবার জানায়, ২০২০ সালে বিন্দ সহ গ্রামের আরও তিনজন মৎস্যজীবীকে গ্রেফতার করেছিল পাক উপকূলরক্ষী বাহিনী। পাঁচ বছর ধরে সেখানে জেলবন্দি ছিল তারা। আমাদের ধারণা দেশটির কারাগারে নির্যাতনের কারণে বিন্দ আত্মহত্যা করেছে। তবে মৎস্যজীবীর মৃত্যুর আসল কারণ জানতে প্রশাসনের কাছে দেহটি ময়নাতদন্তের দাবি জানিয়েছে পরিবার। জেলা প্রশাসন জানিয়েছে, অসহায় পরিবারটিকে আর্থিক সাহায্য করা হবে। পাশাপাশি মুখ্যমন্ত্রী আবাসন প্রকল্প এবং বিধবা পেনশনের মতো প্রকল্পের সুবিধা দেওয়া হবে।