১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ব্রিটেনে মদ্যপ মহিলাকে ধর্ষণে অভিযুক্ত ভারতীয় ছাত্র

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৮ জুন ২০২৩, রবিবার
  • / 11

পুবের কলম, ওয়েবডেস্ক: ব্রিটেনে এক মদ্যপ মহিলাকে নিজের ফ্ল্যাটে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ এক ভারতীয় ছাত্রের বিরুদ্ধে। ৬ বছর ৯ মাসের জেল হয়েছে অভিযুক্তের। সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। ক্যামেরায় বেসামাল এক মহিলাকে কোলে তুলে নিজের ঘরে নিয়ে যেতে দেখা গেছে ছাত্রকে।  ২০ বছর বয়সী প্রীত ভিকাল মেয়েটিকে ধর্ষণের আগে তার ছবি তোলে। পুলিশের কাছে অভিযুক্ত ভারতীয় ছাত্র প্রীত তার অপরাধের কথা স্বীকার করেছে।

জানা গেছে, প্রীত ভিকাল একজন ইঞ্জিয়ারিংয়ের ছাত্র। গত বছরের জুনে কার্ডিফ ক্লাবের বাইরে একটি সংগীত অনুষ্ঠানে মেয়েটির সঙ্গে আলাপ হওয়ার পর তাকে নিজের ঘরে নিয়ে যায়।

আদালতে আইনজীবী ম্যাথিউ কোবে জানান, ভিকাল একজন অভিযুক্ত। এরা প্রত্যেকেই আলাদা আলাদা দলে ছিলেন। কেউই কারুর সঙ্গে পরিচিত নয়। সিসিটিভি ফুটেজ আদালতে পেশ করা হয়। সেই সঙ্গে কিছু মেসেজের চ্যাট সামনে আসে। ভিকাল তার বন্ধুকে জানিয়েছিল ধর্ষণের আগে কোনও রকম যৌনসুরক্ষা (কন্ডোম) ছাড়াই সে এই কাজ করেছে। থানায় গিয়ে নির্যাতিতা অভিযোগ জানানোর পরেই ভিকালকে গ্রেফতার করা হয়। তবে ভিকালের বয়ান অনুযায়ী, মেয়েটির সম্মতিতেই সব কাজ হয়েছে।

আইনজীবী আদালতে জানান, এই কথা স্পষ্ট যে বেসামাল অবস্থায় নির্যাতিতার কাজ থেকে ভিকাল শারীরিক সম্পর্কের অনুমতি আদায় করে। কিন্তু বিচারের দিন শেষ পর্যন্ত ধর্ষণের কথা স্বীকার করার আগে ভিকাল দোষ স্বীকার করেনি।

প্রসঙ্গত, প্রীত ভিকাল দিল্লির উত্তরের একটি প্রত্যন্ত গ্রাম থেকে ব্রিটেনে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য আসে। ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য প্রীত স্কলারশিপ পেয়েছিল। পরিবারের মধ্যে প্রীতই প্রথম ছেলে যে বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছিল। সেই সঙ্গে গ্রামের মধ্যে প্রীতই ছিল প্রথম কোনও যুবক যে বিদেশে পড়তে আসে। প্রীতের বাবা-মায়ের স্বপ্ন ছিল তাদের সন্তান বিদেশে গিয়ে পড়াশোনা করবে।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ব্রিটেনে মদ্যপ মহিলাকে ধর্ষণে অভিযুক্ত ভারতীয় ছাত্র

আপডেট : ১৮ জুন ২০২৩, রবিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: ব্রিটেনে এক মদ্যপ মহিলাকে নিজের ফ্ল্যাটে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ এক ভারতীয় ছাত্রের বিরুদ্ধে। ৬ বছর ৯ মাসের জেল হয়েছে অভিযুক্তের। সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। ক্যামেরায় বেসামাল এক মহিলাকে কোলে তুলে নিজের ঘরে নিয়ে যেতে দেখা গেছে ছাত্রকে।  ২০ বছর বয়সী প্রীত ভিকাল মেয়েটিকে ধর্ষণের আগে তার ছবি তোলে। পুলিশের কাছে অভিযুক্ত ভারতীয় ছাত্র প্রীত তার অপরাধের কথা স্বীকার করেছে।

জানা গেছে, প্রীত ভিকাল একজন ইঞ্জিয়ারিংয়ের ছাত্র। গত বছরের জুনে কার্ডিফ ক্লাবের বাইরে একটি সংগীত অনুষ্ঠানে মেয়েটির সঙ্গে আলাপ হওয়ার পর তাকে নিজের ঘরে নিয়ে যায়।

আদালতে আইনজীবী ম্যাথিউ কোবে জানান, ভিকাল একজন অভিযুক্ত। এরা প্রত্যেকেই আলাদা আলাদা দলে ছিলেন। কেউই কারুর সঙ্গে পরিচিত নয়। সিসিটিভি ফুটেজ আদালতে পেশ করা হয়। সেই সঙ্গে কিছু মেসেজের চ্যাট সামনে আসে। ভিকাল তার বন্ধুকে জানিয়েছিল ধর্ষণের আগে কোনও রকম যৌনসুরক্ষা (কন্ডোম) ছাড়াই সে এই কাজ করেছে। থানায় গিয়ে নির্যাতিতা অভিযোগ জানানোর পরেই ভিকালকে গ্রেফতার করা হয়। তবে ভিকালের বয়ান অনুযায়ী, মেয়েটির সম্মতিতেই সব কাজ হয়েছে।

আইনজীবী আদালতে জানান, এই কথা স্পষ্ট যে বেসামাল অবস্থায় নির্যাতিতার কাজ থেকে ভিকাল শারীরিক সম্পর্কের অনুমতি আদায় করে। কিন্তু বিচারের দিন শেষ পর্যন্ত ধর্ষণের কথা স্বীকার করার আগে ভিকাল দোষ স্বীকার করেনি।

প্রসঙ্গত, প্রীত ভিকাল দিল্লির উত্তরের একটি প্রত্যন্ত গ্রাম থেকে ব্রিটেনে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য আসে। ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য প্রীত স্কলারশিপ পেয়েছিল। পরিবারের মধ্যে প্রীতই প্রথম ছেলে যে বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছিল। সেই সঙ্গে গ্রামের মধ্যে প্রীতই ছিল প্রথম কোনও যুবক যে বিদেশে পড়তে আসে। প্রীতের বাবা-মায়ের স্বপ্ন ছিল তাদের সন্তান বিদেশে গিয়ে পড়াশোনা করবে।