১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ভারতীয় ছাত্রের ভিসা বাতিল করা যাবে না, ট্রাম্প প্রশাসনকে জানিয়ে দিল বিচারক

চামেলি দাস
  • আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, বুধবার
  • / 39

পুবের কলম, ওয়েবডেস্ক: ভারতীয় ছাত্রকে আমেরিকা থেকে বহিষ্কার করা যাবে না বলে রায় দিলেন মার্কিন ফেডারেল বিচারক। ২১ বছর বয়সি এক পড়ুয়ার ভিসা বাতিল করে ট্রাম্প প্রশাসন। স্নাতক পাশ করার আগেই ছাত্রটির ভিসা বাতিল করা হয়। মিলওয়াকি জার্নাল সেন্টিলেন অনুযায়ী ভারতীয় ছাত্রটির নাম কৃষ লাল ইসেরদাসানি। তিনি উইসকনসিন ম্যাডিসন বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। ১৫ এপ্রিল হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ ইসেরদাসানির ভিসা বাতিল করা যাবে না বলে রায় দেয। এমনকি কৃষ লালকে আটকও করা যাবে না বলে জানিয়ে দেয়। মে মাসে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হবেন কৃষ লাল ইসেরদাসানি। তার ঠিক এক মাস আগে ৪ এপ্রিল তাঁর ছাত্র ভিসা বাতিল করে মার্কিন প্রশাসন। ইসেরদাসানির হয়ে লড়ছেন ম্যাডিসনের আইনজীবী শবনম লতফি। তিনি ভিসা বাতিলের বিরুদ্ধে আবেদন জানিয়েছেন।

আরও পড়ুন: হিন্দুদের ট্রাস্টে মুসলিমদের জায়গা দেবেন? ওয়াকফ মামলায় কেন্দ্রকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

সেভিস ছাত্রটির এফ-ওয়ান ভিসা বাতিল করার আগে তাঁকে কোনও কিছু জানায়নি। এমনকি আত্মপক্ষ সমর্থনের সুযোগও দেওয়া হয়নি। কোনও ভুল বোঝাবুঝি হয়ে থাকলে তা সংশোধন করার কোনও সুযোগ দেওয়া হয়নি বলে খবর।  এফ-ওয়ান ভিসা আন্তর্জাতিক শিক্ষার্থীদের দেওয়া হয়। মার্কিন কলেজ বা বিশ্ববিদ্যালয়ে এই ভিসার সাহায্যে পড়ুয়ারা পড়ার সুযোগ পান। ২০২৪ সালের ২২ নভেম্বর উচ্ছৃঙ্খলতার সন্দেহে ইসেরদাসানিকে গ্রেফতার করা হয়েছিল। এই প্রসঙ্গে উইসকনসিন জেলার বিচারক উইলিয়াম কনলি বলেন, ইসেরদাসানি বিরুদ্ধে কোনও অপরাধ প্রমাণিত হয়নি। দেশজুড়ে প্রায় ১,৩০০ পড়ুয়ার ভিসা আচমকাই বাতিল করা হয়েছে বলে জানান আইনজীবী লতফি। লতফির সহকর্মী ভেরোনিকা একটি পত্রিকাকে জানিয়েছেন, “আইনের শাসন এবং ন্যায়বিচারের জয় হয়েছে। আমরা কৃতজ্ঞ।”

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভারতীয় ছাত্রের ভিসা বাতিল করা যাবে না, ট্রাম্প প্রশাসনকে জানিয়ে দিল বিচারক

আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্ক: ভারতীয় ছাত্রকে আমেরিকা থেকে বহিষ্কার করা যাবে না বলে রায় দিলেন মার্কিন ফেডারেল বিচারক। ২১ বছর বয়সি এক পড়ুয়ার ভিসা বাতিল করে ট্রাম্প প্রশাসন। স্নাতক পাশ করার আগেই ছাত্রটির ভিসা বাতিল করা হয়। মিলওয়াকি জার্নাল সেন্টিলেন অনুযায়ী ভারতীয় ছাত্রটির নাম কৃষ লাল ইসেরদাসানি। তিনি উইসকনসিন ম্যাডিসন বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। ১৫ এপ্রিল হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ ইসেরদাসানির ভিসা বাতিল করা যাবে না বলে রায় দেয। এমনকি কৃষ লালকে আটকও করা যাবে না বলে জানিয়ে দেয়। মে মাসে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হবেন কৃষ লাল ইসেরদাসানি। তার ঠিক এক মাস আগে ৪ এপ্রিল তাঁর ছাত্র ভিসা বাতিল করে মার্কিন প্রশাসন। ইসেরদাসানির হয়ে লড়ছেন ম্যাডিসনের আইনজীবী শবনম লতফি। তিনি ভিসা বাতিলের বিরুদ্ধে আবেদন জানিয়েছেন।

আরও পড়ুন: হিন্দুদের ট্রাস্টে মুসলিমদের জায়গা দেবেন? ওয়াকফ মামলায় কেন্দ্রকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

সেভিস ছাত্রটির এফ-ওয়ান ভিসা বাতিল করার আগে তাঁকে কোনও কিছু জানায়নি। এমনকি আত্মপক্ষ সমর্থনের সুযোগও দেওয়া হয়নি। কোনও ভুল বোঝাবুঝি হয়ে থাকলে তা সংশোধন করার কোনও সুযোগ দেওয়া হয়নি বলে খবর।  এফ-ওয়ান ভিসা আন্তর্জাতিক শিক্ষার্থীদের দেওয়া হয়। মার্কিন কলেজ বা বিশ্ববিদ্যালয়ে এই ভিসার সাহায্যে পড়ুয়ারা পড়ার সুযোগ পান। ২০২৪ সালের ২২ নভেম্বর উচ্ছৃঙ্খলতার সন্দেহে ইসেরদাসানিকে গ্রেফতার করা হয়েছিল। এই প্রসঙ্গে উইসকনসিন জেলার বিচারক উইলিয়াম কনলি বলেন, ইসেরদাসানি বিরুদ্ধে কোনও অপরাধ প্রমাণিত হয়নি। দেশজুড়ে প্রায় ১,৩০০ পড়ুয়ার ভিসা আচমকাই বাতিল করা হয়েছে বলে জানান আইনজীবী লতফি। লতফির সহকর্মী ভেরোনিকা একটি পত্রিকাকে জানিয়েছেন, “আইনের শাসন এবং ন্যায়বিচারের জয় হয়েছে। আমরা কৃতজ্ঞ।”