ভারতের প্রথম মহিলা হজ ফ্লাইট রওনা দিল কেরল থেকে
ইমামা খাতুন
- আপডেট :
৯ জুন ২০২৩, শুক্রবার
- / 12
পুবের কলম,ওয়েবডেস্ক: ভারতের প্রথম মহিলা হজ ফ্লাইট বৃহস্পতিবার কেরলের কালিকট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে রওনা দেয়। এদিন গভীর রাতে বিমানটি ১৪৫ জন মহিলা হজযাত্রী নিয়ে জেদ্দায় অবতরণ করে। এই বিমানে হজযাত্রীরাই যে শুধু মহিলা তা নয়, পাইলটসহ ৬ জন ক্রুজ মহিলা। এই হজযাত্রীরা এবার হজে যাচ্ছেন মাহরাম সঙ্গী ছাড়াই। ইসলামে মাহরাম অভিভাবক বলতে বোঝায় তাদেরকে যাদের সঙ্গে বিয়ে হারাম বা অবৈধ এবং যাদের সামনে পর্দা ছাড়াই আসা যায়। হজের ক্ষেত্রে এমন পুরুষ অভিভাবকদেরকে (বাবা, ভাই, দাদু, শ্বশুর, স্বামী, ছেলে ইত্যাদি) সঙ্গী হিসেবে নিতে হত। কিন্তু এবার মাহরাম ছাড়া হজে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
মহিলা হজযাত্রীদের এই বিমানের (এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস) পাইলট কনিকা মেহরা, ফার্স্ট অফিসার গরিমা, কেবিন ত্রুজ বিজিতা, শ্রীলক্ষ্মী, সুষমা ও সুবাঙ্গি। দেশে নারী ক্ষমতায়নের ক্ষেত্রে এটি এক মহৎ পদক্ষেপ বলে মনে করছে বিশিষ্ট মহল। উড়ান ছাড়ার আগে দেশের সুরক্ষা, নিরাপত্তা ও প্রগতির জন্য হজযাত্রীদের কাছে দোওয়ার আবেদন করা হয়। তারা জানান, পবিত্র কাবা শরীফ চত্বরে নামায পড়ে তারা দেশের জন্য প্রার্থনা করবেন। এদিন এই হজযাত্রীদলের সবচেয়ে সিনিয়র মহিলা ৭৬ বছর বয়সি সুলাইখাকে বোর্ডিং পাস তুলে দেওয়া হয় সর্বপ্রথম। এই এয়ারপোর্ট থেকে ১১টি উড়ান যাচ্ছে মহিলা হজযাত্রীদের নিয়ে। কেরল থেকে ২৭৩৩ জন মহিলা হজে যাচ্ছেন এ বছর মাহরাম সঙ্গী ছাড়াই।