পুবের কলম প্রতিবেদক : গঙ্গার জলবন্টন নিয়ে আলোচনা করতে শুক্রবার কলকাতার এক পাঁচতারা হোটেলে বাংলাদেশের প্রতিনিধিদের মুখোমুখি হয়েছিলেন রাজ্যের প্রতিনিধিরা। রাজ্য সরকারের তরফে উপস্থিত হয়েছিলেন সেচ দফতরের প্রধান সচিব মনীশ জৈন এবং অন্য দুই সচিব সঞ্জয় কুন্ডু এবং বিপ্লব মুখার্জি। এদিনের বৈঠকে কোনো উল্লেখযোগ্য সিদ্ধান্তই নেওয়া হয়নি। শুধমাত্র আগামী বছর গঙ্গা- পদ্মা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণের আগে যে যে ইস্যুগুলি উঠতে পারে সেগুলি নিয়ে নথিভুক্ত করা হয়েছে।
আরও পড়ুন: HS Result 2025: মে মাসেই উচ্চমাধ্যমিকের ফল
ঠিক হয়েছে পশ্চিমবঙ্গ তথা ভারত এবং বাংলাদেশ– উভয় দেশের সচিব পদাধিকারীর ব্যক্তিদের নিয়ে ছয় সদস্যের একটি টেকনিকাল কমিটি তৈরি করা হবে। যে যে কমিটি তিরিশ বছর আগে তৈরি হওয়া গঙ্গা-পদ্মা জলবন্টন চুক্তির ভবিষ্যত নিয়ে আলোচনা করবে আগামী তিন মাসের মধ্যে। এই টেকনিকাল কমিটিতে কারা থাকবেন তা আগামী বৈঠকেই ঠিক করা হবে।
নবান্ন সূত্রে খবর, ইন্দো-বাংলাদেশ যৌথ নদী কমিশন এর সদস্যদের মধ্যে আছেন বাংলাদেশ সরকার, ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধি। প্রত্যেক বছর এই সদস্যরা নিয়ম করে একবার বৈঠক করেন। গত বছর শেখ হাসিনার ভারত সফরকালে দিল্লিতে এই বৈঠক হলেও সেখানে ডাকা হয়নি পশ্চিমবঙ্গের প্রতিনিধিদের। এবার তাই পশ্চিমবঙ্গকে গুরুত্ব দিয়ে এই বৈঠক করা হল কলকাতায়।