১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার, ৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানী সরাচ্ছে ইন্দোনেশিয়া

ইমামা খাতুন
  • আপডেট : ১০ মার্চ ২০২৩, শুক্রবার
  • / 9

পুবের কলম ওয়েবডেস্ক: একটু একটু করে সমুদ্রে তলিয়ে যাচ্ছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। তাই  দেশের রাজধানী অন্যত্র সরানোর তোড়জোড় শুরু করেছে দেশের সরকার। ২০২৪ সালের ১৭ আগস্ট ইন্দোনেশিয়ার স্বাধীনতা দিবসের দিন নতুন রাজধানীর উদ্বোধন হতে পারে। সূত্রের খবর, জাকার্তা থেকে ২ হাজার কিলোমিটার দূরে বোর্নিওতে তৈরি হচ্ছে নয়া রাজধানী। ইতিমধ্যেই পরিকাঠামো নির্মাণের কাজ অর্ধেক হয়েছে। তবে পুরো কাজ ২০৪৫ সালের অগস্টে শেষ হবে। ইন্দোনেশিয়ার বর্তমান রাজধানী বিশ্বের জনবহুল শহরগুলোর একটি। শহরে দূষণের মাত্রাও বিপজ্জনক। এছাড়া মাটি থেকে যথেচ্ছ হারে ভূগর্ভস্থ জল তুলে নেওয়ার কারণে বসে যাচ্ছে শহরটি। আশঙ্কা, ২০৫০ সালের মধ্যে শহরের এক-তৃতীয়াংশই জাভা সাগরের তলায় চলে যেতে পারে। ইতিমধ্যে বোর্নিওতে পরিকাঠামো নির্মাণের কাজ শুরু হয়েছে। প্রাথমিকভাবে দেশের আমলাদের থাকার ব্যবস্থা করা হচ্ছে সেখানে। নিরাপত্তার কারণে সবাইকে নতুন শহরে ঢুকতে দেওয়া হচ্ছে না। নতুন শহরের মাঝে অন্তত ৬০ শতাংশ অঞ্চল জুড়ে ঘন বনাঞ্চল থাকবে। দেশের প্রেসিডেন্ট জোকো উইদোদোর ইচ্ছা, নতুন রাজধানীর নাম হোক ‘নুসানতারা’।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাজধানী সরাচ্ছে ইন্দোনেশিয়া

আপডেট : ১০ মার্চ ২০২৩, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্ক: একটু একটু করে সমুদ্রে তলিয়ে যাচ্ছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। তাই  দেশের রাজধানী অন্যত্র সরানোর তোড়জোড় শুরু করেছে দেশের সরকার। ২০২৪ সালের ১৭ আগস্ট ইন্দোনেশিয়ার স্বাধীনতা দিবসের দিন নতুন রাজধানীর উদ্বোধন হতে পারে। সূত্রের খবর, জাকার্তা থেকে ২ হাজার কিলোমিটার দূরে বোর্নিওতে তৈরি হচ্ছে নয়া রাজধানী। ইতিমধ্যেই পরিকাঠামো নির্মাণের কাজ অর্ধেক হয়েছে। তবে পুরো কাজ ২০৪৫ সালের অগস্টে শেষ হবে। ইন্দোনেশিয়ার বর্তমান রাজধানী বিশ্বের জনবহুল শহরগুলোর একটি। শহরে দূষণের মাত্রাও বিপজ্জনক। এছাড়া মাটি থেকে যথেচ্ছ হারে ভূগর্ভস্থ জল তুলে নেওয়ার কারণে বসে যাচ্ছে শহরটি। আশঙ্কা, ২০৫০ সালের মধ্যে শহরের এক-তৃতীয়াংশই জাভা সাগরের তলায় চলে যেতে পারে। ইতিমধ্যে বোর্নিওতে পরিকাঠামো নির্মাণের কাজ শুরু হয়েছে। প্রাথমিকভাবে দেশের আমলাদের থাকার ব্যবস্থা করা হচ্ছে সেখানে। নিরাপত্তার কারণে সবাইকে নতুন শহরে ঢুকতে দেওয়া হচ্ছে না। নতুন শহরের মাঝে অন্তত ৬০ শতাংশ অঞ্চল জুড়ে ঘন বনাঞ্চল থাকবে। দেশের প্রেসিডেন্ট জোকো উইদোদোর ইচ্ছা, নতুন রাজধানীর নাম হোক ‘নুসানতারা’।