১৮ মে ২০২৫, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

বাড়ছে সংক্রমণ, কলকাতায় ওমিক্রন আক্রান্ত ১৬

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, শুক্রবার
  • / 11

পুবের কলম, ওয়েবডেস্কঃ বাড়ছে করোনার দাপট, সেইসঙ্গে উদ্বেগ বাড়িয়ে তুলছে ওমিক্রন। ফের করোনার এই নয়া ভ্যারিয়েন্টের আক্রান্ত হয়েছে পাঁচজন। এর আগেই ১১ জনের শরীরে এই ওমিক্রনের হদিশ পাওয়া গিয়েছিল। এবার সেই সংখ্যা গিয়ে পৌঁছল ১৬-তে।

স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, বিদেশ থেকে আসা ৬ জন করোনা আক্রান্তের নমুনা জিনোম সিকোয়েন্সিং করা হয়েছিল, তার মধ্যে পাঁচজনই ওমিক্রন আক্রান্ত। তাঁদের মধ্যে রয়েছে এক পাঁচ বছরের শিশু। স্বাস্থ্য দফতরের তরফ থেকে প্রত্যেকে কোভিড বিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। এদিন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিনে উল্লেখ করা হয়েছে, কলকাতায় করোনার পজিটিভিটি রেট ১২ শতাংশ। স্বাস্থ্য দফতরের দাবি, এই হার কেবল একটা নির্দিষ্ট সময়ের জন্য। প্রতিনিয়ত পজিটিভিটি রেট বাড়ছে রাজ্যে। বৃহস্পতিবারের বুলেটিন অনুযায়ী, এ রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়েছেন ২ হাজার ১২৮ জন। এর মধ্যে কলকাতায় সংক্রমিত ১ হাজার ৯০ জন। মৃতের সংখ্যাও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ১২ জন করোনার বলি হয়েছেন। এর মধ্যে কলকাতায় মৃত্যু হয়েছে চারজনের।

আরও পড়ুন: ঐক্যবদ্ধ মানুষই রুখে দেবে শত্রুর চক্রান্ত, সেনার প্রতি সংহতি মিছিলে বললেন ফিরহাদ

মুখ্যমন্ত্রী আগেই সকলকে কোভিডবিধি মেনে চলার নির্দেশ দিয়েছেন। পরিস্থিতি বাইরে চলে গেলে রিভ্যুই মিটিং ব্যবস্থা নেবে সরকার বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: শহরের ভিন্ন ভিন্ন এলাকা থেকে তিনটি দেহ উদ্ধার, চাঞ্চল্য

আজ বর্ষবরণের দিনে ভিড়, জমায়েত এড়াতে তৎপর পুলিশ। লালবাজার সূত্রে জানানো হয়েছে, শহরজুড়ে প্রায় সাড়ে তিন হাজার পুলিশ মোতায়েন থাকবে। চলবে পুলিশ পেট্রোলিং। কোভিডবিধি না মানলেই কড়া শাস্তির মুখে পড়তে হবে।

আরও পড়ুন: আর কিছুক্ষণের মধ্যেই ভাসবে দক্ষিণবঙ্গ! বজ্রবিদ্যুৎসহ  ঝড় বৃষ্টির সম্ভাবনা

 

 

 

Copyright © 2025 Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বাড়ছে সংক্রমণ, কলকাতায় ওমিক্রন আক্রান্ত ১৬

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ বাড়ছে করোনার দাপট, সেইসঙ্গে উদ্বেগ বাড়িয়ে তুলছে ওমিক্রন। ফের করোনার এই নয়া ভ্যারিয়েন্টের আক্রান্ত হয়েছে পাঁচজন। এর আগেই ১১ জনের শরীরে এই ওমিক্রনের হদিশ পাওয়া গিয়েছিল। এবার সেই সংখ্যা গিয়ে পৌঁছল ১৬-তে।

স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, বিদেশ থেকে আসা ৬ জন করোনা আক্রান্তের নমুনা জিনোম সিকোয়েন্সিং করা হয়েছিল, তার মধ্যে পাঁচজনই ওমিক্রন আক্রান্ত। তাঁদের মধ্যে রয়েছে এক পাঁচ বছরের শিশু। স্বাস্থ্য দফতরের তরফ থেকে প্রত্যেকে কোভিড বিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। এদিন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিনে উল্লেখ করা হয়েছে, কলকাতায় করোনার পজিটিভিটি রেট ১২ শতাংশ। স্বাস্থ্য দফতরের দাবি, এই হার কেবল একটা নির্দিষ্ট সময়ের জন্য। প্রতিনিয়ত পজিটিভিটি রেট বাড়ছে রাজ্যে। বৃহস্পতিবারের বুলেটিন অনুযায়ী, এ রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়েছেন ২ হাজার ১২৮ জন। এর মধ্যে কলকাতায় সংক্রমিত ১ হাজার ৯০ জন। মৃতের সংখ্যাও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ১২ জন করোনার বলি হয়েছেন। এর মধ্যে কলকাতায় মৃত্যু হয়েছে চারজনের।

আরও পড়ুন: ঐক্যবদ্ধ মানুষই রুখে দেবে শত্রুর চক্রান্ত, সেনার প্রতি সংহতি মিছিলে বললেন ফিরহাদ

মুখ্যমন্ত্রী আগেই সকলকে কোভিডবিধি মেনে চলার নির্দেশ দিয়েছেন। পরিস্থিতি বাইরে চলে গেলে রিভ্যুই মিটিং ব্যবস্থা নেবে সরকার বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: শহরের ভিন্ন ভিন্ন এলাকা থেকে তিনটি দেহ উদ্ধার, চাঞ্চল্য

আজ বর্ষবরণের দিনে ভিড়, জমায়েত এড়াতে তৎপর পুলিশ। লালবাজার সূত্রে জানানো হয়েছে, শহরজুড়ে প্রায় সাড়ে তিন হাজার পুলিশ মোতায়েন থাকবে। চলবে পুলিশ পেট্রোলিং। কোভিডবিধি না মানলেই কড়া শাস্তির মুখে পড়তে হবে।

আরও পড়ুন: আর কিছুক্ষণের মধ্যেই ভাসবে দক্ষিণবঙ্গ! বজ্রবিদ্যুৎসহ  ঝড় বৃষ্টির সম্ভাবনা