নয়াদিল্লি, ১২ ফেব্রুয়ারি: মার্কিন সফরের উদ্দেশ্যে রওনা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার ফ্রান্স থেকে আমেরিকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম আমেরিকা সফর যাচ্ছেন মোদি। গত সপ্তাহে ট্রাম্প প্রধানমন্ত্রীকে ফোন করে আনুষ্ঠানিকভাবে তাঁকে আমন্ত্রণ জানান। মনে করা হচ্ছে, একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই বৈঠকে আলোচনা করা হবে। তবে কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাতে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী মোদি তীব্র সমালোচনা করেছেন। তাঁর প্রশ্ন, ‘নরেন্দ্র মোদী যখন ফ্রান্স থেকে আমেরিকা যাবেন, তখন সকলের মনে কিছু প্রশ্ন থাকবে। তিনি কি ডোনাল্ড ট্রাম্পের কাছে সেই ভারতীয়দের উপর অত্যাচারের বিষয়টি উত্থাপন করবেন, যাদের আমেরিকা ফেরত পাঠিয়েছে? ভারতীয়দের পায়ে শিকল এবং হাতে হাতকড়া পরতে দেখে গোটা দেশ ব্যথিত। এই দেশ কি আশা করতে পারে যে ভারতের প্রধানমন্ত্রী আমাদের অপমানের বিষয়টি উত্থাপন করবেন? ‘
বিশেষজ্ঞদের মতে, এই বৈঠকে বাণিজ্য, প্রতিরক্ষা এবং জ্বালানি সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে গভীর আলোচনা হবে। ভারত ও আমেরিকার মধ্যে সম্পর্ক আরও সুসংহত করার লক্ষ্যে উভয় দেশই এই বৈঠকের জন্য নিবিড়ভাবে প্রস্তুতি নিচ্ছে।